’নগর নাব্য ২০১২ রিভিউ’

ম, সাহিদ
Published : 8 August 2012, 04:06 PM
Updated : 8 August 2012, 04:06 PM

নগর নাব্য ২০১২ প্রকাশিত হবার পর ধারাবাহিকতা রক্ষা করে নগর নাব্য ২০১৩ আসবে এটাই কাঙ্খীত। কিন্তু এর মাঝে নতুন ব্লগাররা অনেকেই নগর নাব্য ২০১২ নিয়ে তেমন কিছু জানেন না। পুরাতন ব্লগারদের অনেকেই বই সংগ্রহ করেছেন কিন্তু রিভিউ তেমন একটা দেখা যায়নি। একমাত্র বাসন্ত বিষুব ছাড়া। যাদের লেখা ছাপা হয়েছিল, তারা রিভিউ দিতে পারতেন, এমনকি যাদের লেখা ছিল না, তারাও। কিন্তু একটা এমন একটা সংকলন প্রকাশের পরবর্তীতে ভুলভ্রান্তি ধরিয়ে দেয়া,ভবিষ্যতে সংযোজন-বিয়োজন বিষয়ক আগাম পরামর্শ দেয়ার জন্য সবার মত প্রকাশের জায়গা খালি রয়ে গেল!

আর তাই নতুন সংকলনে হাত দেয়ার আগে পূর্বের কাজ নিয়ে একবার একটু ফিরে দেখা দরকার। একটা রিভিউ হওয়া দরকার। তাই এবার প্রস্তাবনা 'নগর নাব্য ২০১২ রিভিউ'। আর এই রিভিউ থেকেই আমরা আগামী প্রকাশনার ব্যপারে ব্লগারদের সদিচ্ছা এবং আগ্রহ পরিমাপ করেই এগুতে চাই।

নতুন ব্লগার হোন বা পুরাতন ব্লগার, নগর নাব্য ২০১২ সংকলনটির আদ্যোপান্ত কেমন লেগেছে?

১. নগর নাব্যের প্রচ্ছদটি কি যথেষ্ট মান বজায় রাখতে পেরেছিল?
২. বইয়ের নামকরণ বিষয়ে আপনার ব্যাক্তিগত মতামত কি?
৩. উৎসর্গকরণ পাতা সম্বন্ধে কিছু বলতে চান কি?
৪. বাছাইকৃত লেখা এবং আপনার কাছে বেশী ভাল লেগেছে এমন কয়েকটি লেখা সম্বন্ধে আলোচনা করুন।
৫. প্রকাশিত প্রতিটি লেখার সাথে নির্বাচিত কিছু মন্তব্য সংযোজন করাটি আপনার কাছে কেমন লেগেছে?
৬. বইটির মুদ্রণ মান নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এবং ভবিষ্যতে এ বিষয়ক আপনার কোন পরামর্শ আছে কি?
৭. বাছাই কমিটির সদস্যদের কার্যক্রম এবং তাদের কাজের স্বচ্ছতা নিয়ে আপনার কোন প্রশ্ন আছে কি?
৮. যে পদ্ধতিতে বাছাই করা হয়েছে তা কতটা সঠিক ছিল এবং এ বিষয়ে আপনার পরামর্শ কি?
৯. বইটির প্রচার-প্রচারণা যথেষ্ট ছিল কি, এ বিষয়ে আরো কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে?
১০. দামটি কি যথেষ্ট সুলভ মুল্যের ছিল?

সব নিয়ে লিখুন, একটি পূর্ণাঙ্গ রিভিউ। আপনার একান্ত মতামত, বস্তুনিষ্ঠ সমালোচনা, আন্তরিক পরামর্শ – নগর নাব্য ২০১২ কে ঘিরে।

যারা এখনো বইটি সংগ্রহ করতে পারেননি, তারা সংগ্রহ করুন এখুনি, এখান থেকেবিস্তারিত

>>> আগামি ১০ সেপ্টেম্বর ২০১২ এর মধ্যে ব্লগে নগর নাব্য রিভিউ প্রকাশ করতে থাকুন।

১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত নগর নাব্য রিভিউ পোস্টগুলো থেকে সর্বোচ্চ ২টি সেরা রিভিউ পোস্ট এর নাম ঘোষনা করা হবে।

১১ তারিখ রিভিউ কমিটিতে থাকা সদস্যদের নাম ঘোষনা করে পোস্ট দেয়া হবে এবং বাছাই এর জন্য পোস্ট লিংক তালিকা একত্রিত করা হবে।

এরপরই রিভিউ কমিটি তাদের কাজ শুরু করবেন। ফলাফল ব্লগে জানানো হবে ১৫ সেপ্টেম্বর ২০১২। রিভিউ কমিটি দুই ধাপে হতে পারে। প্রথম ধাপে জমা করা রিভিউ পোস্ট লিংকগুলো থেকে প্রাথমিক বাছাই। দ্বিতীয় ধাপে চুড়ান্ত বাছাই। তবে এ বিষয়টি নির্ভর করবে অবশ্যই কত সংখ্যক রিভিউ পোস্ট জমা পড়ছে তার উপর।

সেরা রিভিউ পোস্ট লেখক ব্লগারকে নগর নাব্য ২০১৩ মোড়ক উন্মোচন আয়োজনে শুভেচ্ছা পুরষ্কার প্রদান করার প্রস্তাবনা রাখছি।

উল্লেখ্য আমি আগেই বলেছি এই রিভিউ থেকেই আমরা আগামী প্রকাশনার ব্যপারে ব্লগারদের সদিচ্ছার ব্যাপারটি নিশ্চিত হয়ে ব্লগাররা এক সাথে কাজ করলে নগর নাব্য ২০১৩ প্রকাশ হবে জাতীয় গ্রন্থমেলা ২০১৩ -তে।

পরিশেষে আমি বলতে চাই, এই পর্যন্ত এই ব্লগের প্রতিটি ব্লগারের লেখা,সময়ে সময়ে নেয়া নানা পদক্ষেপে তাদের সক্রিয় অংশগ্রহন এবং আপনাদের চিন্তা-চেতনার একাগ্রতা নিয়ে ব্যাক্তিগতভাবে আমি অত্যন্ত আশাবাদী। আর তাই এই রিভিউ প্রক্রিয়াটিতে সকলে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে আমাদের আগামী পথচলাকে আরো দৃঢ়তা নিয়ে এগিয়ে চলায় রাখবেন সক্রিয় ভুমিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের প্রতিটি ব্লগার আশাবাদী এবং এগিয়ে চলার পথে একধাপ এগিয়ে এটা আবারো প্রমানিত হোক সেই প্রত্যাশায়..।

সবাইকে ধন্যবাদ