
আসছে একুশে বইমেলা-২০১৩ তে বিডি নিউজ টুয়েন্টি ফোর . কম ব্লগে প্রকাশিত এই ব্লগারদের ব্লগারদের লেখা নিয়ে সংকলন প্রকাশের প্রত্যয়ে “নগর নাব্য ২০১৩: আপনার পছন্দের পোস্টের লিংক জমা দিন” শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়েছিল। অত্যন্ত আনন্দের সহিত জানাইতেছি যে সেই পোষ্টে লিংক প্রদানের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল এবং সাথে সকল ব্লগারদের উন্মুক্ত ভাবে লিংক প্রদানের আহ্বান করা হয়েছিল। কমিটির বেশ কিছু সদস্যের অক্লান্ত পরিশ্রম ও লিংক প্রদানের কারনে প্রয়োজনীয় লিংকের অনেকটাই আমাদের সংগৃহীত হয়ে গেছে। তবে লক্ষ্য করে দেখা গেছে বিষয় ভিত্তিক যেমন গত বছরের আলোচিত বিষয় গুলি নিয়ে যত লিংক আসার কথা ছিল তার অভাব।
অন্য দিকে লিংক সংগ্রহের সময় শেষ হয়ে গেছে তবে আরো কিছু ভাল এবং এ বছরের আলোচিত বিষয় নিয়ে পোষ্ট যেমন- সাগর রুনি হত্যা, হুমায়ুন আহমেদের মৃত্যু, রোহিঙ্গা ইস্যু, সুরঞ্জিত সেন গুপ্তের অর্থ কেলেংকারি, পার্বত্য সমস্যা, এমএলএম ব্যবসা, গ্রামীণ ব্যাংক- ড. ইউনূস, ইলিয়াস গুম, হরতাল, অনলাইন সংবাদপত্র নীতিমালা, মালালা, বুয়েট আন্দোলন, সাইবার অপরাধ, ফেসবুক,রামু সহিংসতা, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম, নাগরিক সমস্যা, সীমান্ত হত্যা …. এই সব সহ নানা বিষয়ের উপর গুরুত্বপুর্ন এবং ভাল লেখা গুলি যেন আমাদের নজর এড়িয়ে না যায় সেই লক্ষ্যে আগামী ০৫-১১-২০১২ ইং পর্যন্ত এই পোষ্টে (প্রথম পোষ্টে বেশী মন্তব্য হয়ে যাওয়ায় লিংকটি খুলতে অসুবিধা হচ্ছে বলে) জমা দেওয়ার জন্য কমিটির সকল সদস্য এবং প্রতিটি ব্লগারকে সনির্বন্ধ অনুরোধ করা গেল।
আরো বিষয়বস্তু নিয়ে প্রকাশিত পোস্টগুলো সহজে খুঁজে পেতে প্রথম পাতায় অনুসন্ধান অংশ নির্দিষ্ট কি-ওয়ার্ড ভিত্তিক ‘কন্টেন্ট’ পাওয়া যাবে।
আমাদের সময় খুব কম,তাই আমাদের সময় মেপে এগিয়ে যেতে হবে। অত এব সকল সদস্যদের প্রতি আবারো আহ্বান করা যাচ্ছে এই পোষ্টে আপনাদের পছন্দের পোষ্ট লিংক প্রদান করুন। আমি আবারো আপনাদের স্মরন করিয়ে দিতে চাই এই নির্দিষ্ট তারিখের পর আর কোন লেখার লিংক প্রদান করা যাবে না।

লিংক শেয়ারের সাথে সাথে নিচের বিষয়গুলো সম্বন্ধে আপনার মতামত দিন।
১. গত বছরের প্রকাশনার কোন ভুলক্রটি।
২. প্রচ্ছদ ( এ ব্যাপারে অভিজ্ঞতা থাকলে মডেল প্রেরণ করুন)
বিশেষ বার্তা – এ ব্যাপারে নতুন যে কোন সিদ্ধান্ত, কাজের অগ্রগতি ও আপনাদের আরো কোন সহযোগিতা (প্রয়োজন হলে) আপডেটের মাধ্যমে জানানো হবে।
**আপনাদের কাছ হতে যে কোন পরার্মশ অত্যন্ত গুরত্বের সাথে বিবেচনা করা হবে। (মন্তব্যের ঘরে পরার্মশ প্রদান করতে পারেন)
আপনারা যারা ফেইসবুক ব্যাবহার করেন তারা “নগর নাব্য” পেইজটিতে এসে আপনার মন্তব্য,পরামর্শ কিংবা অনুভুতি প্রকাশ করুন এবং সাথে পেইজটি লাইক দিতে ভুলবেন না।
হটলাইন- যে কোন সমস্যা/পরামর্শ জানাতে পারেন এই নাম্বারে-০১৮৪৬৬৭২৫২০ ( বাংলাদেশ সময়- সন্ধ্যা ৬ টা হতে রাত্র ১২ টা পর্যন্ত)
ভাল থাকুন,সুস্থ থাকুন।
ধন্যবাদান্তে – ম.সাহিদ
নীলকন্ঠ জয় বলেছেনঃ
ধন্যবাদ ম,সহিদ ভাই। আলোচিত বিষয় নিয়ে পোষ্ট যেমন- সাগর রুনি হত্যা, হুমায়ুন আহমেদের মৃত্যু, রোহিঙ্গা ইস্যু, সুরঞ্জিত সেন গুপ্তের অর্থ কেলেংকারি, পার্বত্য সমস্যা, এমএলএম ব্যবসা, গ্রামীণ ব্যাংক- ড. ইউনূস, ইলিয়াস গুম, হরতাল, … এই সাজেশনটা খুব দরকার ছিল।আশা করি এগুলোর দিকে নজর রেখে আরো কিছু লিঙ্ক দিয়ে দিব শিঘ্রই।
সফল হোক নগর নাব্য-২০১৩।
ভালো থাকুন।
ম, সাহিদ বলেছেনঃ
জয়ের কর্মকান্ডে সত্যিই আমি বিমোহিত…আনন্দিত…আপনাদের মত উৎসাহি কর্মোদীপ্ত ব্লগাররা পাশে থাকলে যে কোন উদ্দেগ সফল হতে বাধ্য। সকল ব্লগারদের প্রতি আহ্বান রইল শেষ মুহুর্তে যেন কোন ভাল লেখা আমাদের নজর এড়িয়ে না যায় সে দিকে খেয়াল করে লিংক প্রদান করুন।
সবাই ভাল থাকুন-সুস্থ থাকুন।।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
ম, সাহিদ ভাই, প্রথম হতে আপনার এ উদ্যোগটি এগিয়ে চলেছে, চলবে, আর “নগর নাব্য ২০১৩” সবার যথাযথ অংশগ্রহনে আশাকরি সুন্দর এক প্রকাশনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ব্লগারদের লেখায় সমৃদ্ধ হয়ে একুশে বইমেলায় বইপ্রেমীদের প্রিয়তা অর্জনে সক্ষম হবে। শুভেচ্ছা এবঙ শুভেচ্ছা।
ম, সাহিদ বলেছেনঃ
ধন্যবাদ শিরিন আপুকে,আপনার আশির্বাদ আর সহযোগীতামুলক উৎসাহ আমাদের লক্ষ্যে পৌছতে সহয়তা করছে প্রতিনিয়ত। ভাল থাকুন,সুস্থ থাকুন।।
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী বলেছেনঃ
“নগর নাব্য” ২০১৩ সংকলনটিতে ‘ইতিহাস-ঐতিহ্য‘ নিয়ে কোন বিভাগ আছে কি না আমার জানা নেই। তবে গত কিছুদিন আগে টাঙ্গাইলের পাকুটিয়া বেড়াতে গিয়ে আমার মনে হলো পাকুটিয়া জমিদার বাড়ী বাংলাদেশের অতীত ইতিহাসের সুন্দর একটি ঐতিহ্যবাহী স্থাপনা যাহা বর্তমান কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও যথাযত রক্ষণাবেক্ষণের অভাবে চোখের সামনে ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হয়ত সরকারী ভাবে বিনামূল্য পাওয়া সম্পত্তিটির ঐতিহাসিক গুরুত্ব কলেজ পরিচালনা কমিঠির চিন্তার মধ্যেই নেই। এই স্থাপনাটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনুধাবন করে, এই স্থাপনা রক্ষার্থে বহুল প্রচারের জন্য নিন্মের লিংকটি লেখা ও বাছাইকৃত ছবিসহ প্রকাশ করা যায় কিনা বিবেচনা করতে পারেন।
অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে পাকুটিয়ার নান্দনিক জমিদার বাড়িগুলো
ক্যাটাগরী: ইতিহাস-ঐতিহ্য
ম, সাহিদ বলেছেনঃ
ইলিয়াছ ভাইকে ধন্যবাদ,আপনার দেয়া লিংকটি অবশ্যই বাছাই কমিটির সদস্যদের সু-বিবেচনায় থাকবে আশা করি।আরো এমনই ব্যতিক্রমি লিংক শেয়ার করে সহযোগীতা অব্যাহত রাখুন। ভাল থাকুন,সুস্থ থাকুন।।
জিনিয়া বলেছেনঃ
সাহিদ ভাই, আমি যখন যে কাজ করি তা খুব নিখুতভাবে করার চেষ্টা করি। নগর নাব্যের জন্য আমি বিশাল লম্বা লিস্ট করেছি। যত ভাল লেখা পেয়েছি সব তুলে ধরার চেষ্টা করেছি। নবীন প্রবীণ সব ব্লগারই ঠাই পেয়েছে আমার তালিকায়। আমি আস্তে আস্তে সবার লিঙ্ক এখানে দিয়ে দেব। এখন পর্যন্ত মাত্র ১০ জনের টা করেছি। আমার লিস্টে কম করে আরও 45 জন আছেন..আরও বাড়তে পারে। শিরীন আপু, রিতা দি, জাহেদ, পাগল মন আর মোনেম ভাইয়ের কোন পোস্ট ছেড়ে কোনটা যে দেব ভেবে কুল পাচ্ছিনা।
শুভকামনা। আমাদের প্রচেষ্টা সফল হবেই হবে ইনশাআল্লাহ।
ম, সাহিদ বলেছেনঃ
জিনিয়া,সময় খুবই কম তাই একটু তারাতারি লিংকগুলি শেয়ার করুন,আমাদের সামনে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ভাল থাকুন,সুস্থ থাকুন।।
নূরুল ইসলাম বলেছেনঃ
http://blog.bdnews24.com/nurulislamsir/124998
ফেসবুক ও আমাদের রুচি বিকৃতি (সাইবার অপরাধ)
http://blog.bdnews24.com/nurulislamsir/122976
জন্ম নিবন্ধনে সাইবার অপরাধঃ সুষ্ঠু তদারকি নেই (সাইবার অপরাধ)
http://blog.bdnews24.com/nurulislamsir/126093
শিক্ষার্থীদের বই কেনা, আমাদের কমিশন খাওয়া ও পরিবর্তনের আহবান (শিক্ষা)
নূরুল ইসলাম বলেছেনঃ
http://blog.bdnews24.com/nurulislamsir/128219
মানবিক দায়বোধে অন্যরকম ঈদ (মানবতা)
ম, সাহিদ বলেছেনঃ
ধন্যবাদ নূরুল ইসলামকে,আপনার দেয়া লিংক গুলি ব্যাতিক্রমি এমন আরো লিংক শেয়ার করে সহযোগীতা অব্যাহত রাখুন।ভাল থাকুন,সুস্থ থাকুন।।
রাশেদুজ্জামান বলেছেনঃ
আপাতত এই কয়েকটা লেখার লিংক সুপারিশ করছি-
হাটহাজারী-নন্দীরহাট প্রসঙ্গ: একটি সাম্রাজ্যবাদ নিয়ন্ত্রিত রাষ্ট্রের ছল : জাহিদ রোকন
http://blog.bdnews24.com/zahidrokon/80384
উচ্চ শিক্ষা ব্যবস্থা: সাম্রাজ্যবাদ, ভারত ও তাঁবেদার শাসকশ্রেণীর স্বৈরশাসনেরই মূর্ত প্রকাশ: প্রপদ
http://blog.bdnews24.com/propod/129096
জনম জনমের লিপিকাখানি জানি জীবনপুঁথি হবে একদিন: নুরুন্নাহার শিরীন
http://blog.bdnews24.com/NurunnaharShireen/129979
জাতিসত্তার অধিকার আদায়ের লড়াইয়ে সাংস্কৃতিক সংগ্রামও এক অপরিহার্য গুরুত্বপূর্ন সংগ্রাম : মিঠুন চাকমা
http://blog.bdnews24.com/mithuncht/128956
পারিবারিক নারী নির্যাতনের নানারুপ: মোঃ গালিব মেহেদী খান
http://blog.bdnews24.com/tokitahmid/128401
ভাড়া বাড়ি:পদে পদে লংঘিত হচ্ছে ভাড়াটিয়াদের অধিকার: মো ফয়সাল আহম্মদ
http://blog.bdnews24.com/Faysal1979/128296
সামাজিক অস্থিরতায় ফেইসবুকের অপব্যবহার!!!!: জিনিয়া
http://blog.bdnews24.com/zinia/128163
ম, সাহিদ বলেছেনঃ
রাশেদুজ্জামানকে ধন্যবাদ লিংক শেয়ার করার জন্য। সহযোগীতা অব্যাহত রাখুন-ভাল থাকুন,সুস্থ থাকুন।।
বাংগাল বলেছেনঃ
ম , শহীদ ভাই নগর নবয়ের পরবর্তী সংস্করণে আমার এই পোস্টটি আপনার সদয় বিবেচনার জন্য রইল .।
প্রসঙ্গ: ধর্ম বিদ্বেষী পোস্ট ও মন্তব্যের বাড়াবাড়ি
ধন্যবাদ ।
বাংগাল বলেছেনঃ
দু:খিত , আমার পূর্ববর্তী মন্তব্যে নগর নাব্য সঠিক ভাবে না লিখতে পারায় ।
ম, সাহিদ বলেছেনঃ
বাংগালকে ধন্যবাদ,তবে লেখার শিরোনাম নয়,লিংক শেয়ার করুন।ভাল থাকুন,সুস্থ থাকুন।।
জিনিয়া বলেছেনঃ
আমার নিজের পোস্ট দিয়ে শুরু করি..ধারাবাহিক আমি সবারটা দেবার চেষ্টা করব।
জিনিয়া,
স্নো হোয়াইট, ক্যাটাগরী: দিনলিপি স্নো হোয়াইট http://blog.bdnews24.com/zinia/108926
শিক্ষা: মুসলিম নারীর শুধু অধিকারই নয়, কর্তব্যও বটে
প্রিয় সুনীল, চেয়ে দেখ তোমার নীরার চোখে জল
খাদ্যে বিষ: ঠিক যেন আমাদের পচনশীল সমাজের প্রতিচ্ছবি
জিনিয়া বলেছেনঃ
আবু সাঈদ আহমেদ,
লেজ
কৌশিক আহমেদ
৪৫-এর চিকন চাল ছেড়ে ৩০-এ মোটা চাল খেলে চালের দাম তো কমলই!
আপনাদের টাকা সেই বাচ্চাটির মুখে হাসি ফোটাবে – যে স্কুলে শিক্ষার পাশাপাশি শেখে ছবি আঁকা, গানের সারগাম আর বাইরে ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হয়!
ম সাহীদ
তাসলিমা নাসরিনের খাম্বা বিহীন ছাদ তৈরির স্বপ্ন ও বর্তমান বাস্তবতা…
তাজুল ইসলাম মুন্না
কমন জেন্ডার: সমাজের বোঝা নয়, সমাজের অংশ
আব্দুল মোনেম
হুমায়ূনের ‘ইন্টারেস্টিং লাইফ’ তত্ত্ব
কথার জ্বালা, কথার নীতি
লিমনের ঈদ এবং আমাদের প্রতীক্ষা
সগীর হোসাইন খান
প্রতিবন্ধীবান্ধব সমাজ ও দেশ গড়তে প্রতিবন্ধীদের জন্য কল্যাণ নয় অধিকার চাই
জিনিয়া বলেছেনঃ
পরে আমি আর ও আপডেট দেব..তবে আমরা কিছু ফটো পোস্ট ও আমাদের বইয়ে দিতে পারি..শুভকামনা।
ম, সাহিদ বলেছেনঃ
ধন্যবাদ জিনিয়াকে লিংক শেয়ার করার জন্য। ছবি গতবারও দেয়া হয়েছিল এবারও দেবার সম্ভবনা আছে,তবে তা আলোচনা সাপেক্ষে।আশা করছি আরো বেশ কিছু লিংক স্বল্প সময়ের মাঝেই পাব সময় খুবই কম। ভাল থাকুন,সুস্থ থাকুন।।
ম, সাহিদ বলেছেনঃ
সম্মানিত সকল ব্লগার বন্ধুদের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই খুব স্বল্প সময়ের মধ্যেই আমাদের লিংক সংগ্রহ কার্যক্রম শেষ হয়ে যাবে। তাই এখন পর্যন্ত যারা লিংক প্রদান করেননি অথবা দিব/দিচ্ছি করে দেয়া হচ্ছে না সবাই অতিশিগ্র আপনার লিংক শেয়ার করুন। আশা করছি সকলের সহযোগীতায় আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌছব…..ধন্যবাদ সবাইকে,ভাল থাকুন-সুস্থ থাকুন।।
আইরিন সুলতানা বলেছেনঃ
আশা করছি, এখনো লিংক জমা দেয়ার সুযোগ আছে – কিছু লিংক দিচ্ছি … এই সুযোগে পুরো বছরের একটা দারুণ রিক্যাপ হয়ে গেল 🙂
সত্য কথক
চবি ভিসি’র সহৃদয় দৃষ্টি আকর্ষণ করছি
চবি’র ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সমীপে
আজাদ হুমায়ুন
বিদ্যা যখন বেনিয়ার হাতে
মেফতাউল ইসলাম
জাবিতে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি কতটুকু যৌক্তিক?
জুলফিকার জুবায়ের
বুয়েট ভিসির প্রজ্ঞা এবং বাংলাদেশের ভবিষ্যৎ
নাছির মাহমুদ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষকদের অনুপ্রাণিত করার বিকল্প নেই
কালেরকণ্ঠ
সম্মিলিত ভর্তি পদ্ধতি সময়ের দাবি
মোঃ আব্দুর রাজ্জাক
রংপুর কারমাইকেল কলেজঃ ছাত্রশূন্য হল, নিস্তব্ধ ক্যাম্পাস
জাহেদ-উর-রহমান
বুয়েটের ‘মিস্ত্রী’দের ‘হিংসা’ করি না আর
প্রামাণিক জালাল উদ্দিন
শিক্ষা বাণিজ্য বন্ধে ও শিক্ষার উন্নয়নে ঘোষিত নীতিমালাই কি যথেষ্ট?
শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কি বন্ধ হবে শিক্ষা বাণিজ্য?
সিয়াম সারোয়ার জামিল
আবারও অযৌক্তিক ভ্যাট আরোপ, আবারও ছাত্র বিক্ষোভের আশঙ্কা
আজমান আন্দালিব
শিক্ষাক্ষেত্রে এই অস্থির সময়ে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের প্রয়োজনীয়তা
ধ্রুপদি শামিম
ছাত্ররাজনীতি বনাম শিক্ষক রাজনীতিঃ কোন পথে বাংলাদেশের ভবিষ্যত
সাইদুর রহমান চৌধুরী
জনাব শিক্ষামন্ত্রী, কেন কোচিং বন্ধ করা যাবে না?
ইমদাদ হক
নিসঙ্গ হয়ে পড়ছেন জাহাঙ্গীরনগরের সেই কুখ্যাত উপাচার্য
বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও ভিসির খবরদারি
সাগর কন্যা
ছাত্র রাজনীতিতে অছাত্রদের দাপট, পরিবর্তনের এখনই সময়
হাবিবুল্লাহ ফাহাদ এর ব্লগ
শিক্ষকের লাশের ওপর রাষ্ট্রের আন্তরিকতা
প্রবীর বিধান
এক বেহায়া গেল, এবার দাবি বিচারের
সরকারি সন্ত্রাসীদের আক্রমন সবখানে, জাবি’তেও
মশিউর রহমান
বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হয়েছে রাজনৈতিক আধিপত্য কায়েমের স্থানে
সিয়াম সারোয়ার জামিল
মাদ্রাসা শিক্ষক যখন যৌন অপরাধী: একটি বিশ্লেষণ
জয়ন্তসাহা
ক্যাম্পাসে ক্যাম্পাসে আত্মহত্যার মিছিল, পাপিয়ারা কি এভাবেই চলে যাবে?
সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়: সার্টিফিকেট নয়, পরিপূর্ণ শিক্ষা চাই
কালেরকণ্ঠ
সার্টিফিকেট মেশিন ও জয়ন্তসাহার কাঙ্খিত “পরিপূর্ণ শিক্ষা”
এস.এম.আখিউজ্জামান মেনন
বিশ্ববিদ্যালয় নাকি কিন্ডারগার্টেন!
মাহফুজুর রহমান মানিক
ভিকারুননিসার চৈতীর দায় কে নেবে
এমএলএম এর খপ্পর থেকে রক্ষা করতে হবে শিক্ষার্থীদের
মোহাম্মাদ তানভীর জালাল
কথায় কথায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় নামকরণ
বাংগাল
ছাত্র রাজনীতি নিপাত যাক – ছাত্রত্ব মুক্তি পাক
এম. নাজমুল ইসলাম
ছাত্র রাজনীতি বন্ধ করা হউক: আর রক্ত চাইনা
সাজেদুল আমিন চৌধুরী রুবেল
ইডেনকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরনঃ সরকার কী ভাবেন?
জিনিয়া বলেছেনঃ
পাগল মন
সর্বোচ্চ মেধাবীদের কাস্টমস প্রীতি এবং দেশপ্রেম!!
যেভাবে আমি আলোকিত মানুষ হইলাম!!!
মোল্লা-কাটমোল্লাদের কাছে কিছু প্রশ্ন: উত্তর চাই
হরতালের জন্য দায়ী দল নয়, জনগণ
মাননীয় প্রধানমন্ত্রী, শুনুন লোডশেডিং এর অজানা কাহিনী
জহিরুল চৌধুরী
সাম্প্রদায়িকতা এবং দুর্নীতিকে না বলুন
এই দুর্নীতি, দুর্বৃত্তের দেশ আমার না!
ভোটের রাজনীতি!!
আসাদুজজেমান
পদত্যাগী দেশপ্রেম, আস্থাত্যাগী দেশপ্রেমিক হতে বাধ্য করে!!!
জাতহীনের জাত আর ছোটলোকের টানিয়া লওয়া স্বভাব!!!
নির্বাচনে হবে ফয়সালা! অসাম…অসাম সালা!!
জিনিয়া বলেছেনঃ
আইরিন সুলতানা
বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দু:খ প্রকাশ হোক রাষ্ট্রীয়ভাবে
Split Personalities: আপনি সুস্থ আছেন তো?
শাসক বাঙালি, শোষিত পাহাড়ি/উপজাতি/নৃ গোষ্ঠি- বাঙালির আদিবাসী দাবিতে ফ্যাসিবাদী চরিত্র!
হিমু এখন আনন্দলোকে, মঙ্গলালোকে, পড়নে সেই হলদে পাঞ্জাবি…
প্রবীর বিধান
জামায়াত নিষিদ্ধ হোক, ধ্বংস হোক
দেবী দূর্গা একজন শরীরসর্বস্ব নারী নন
যুদ্ধাপরাধী কারা? সবার বিচার চাই!
জিনিয়া বলেছেনঃ
নুরুন্নাহার শিরীন
আবহমানকালের অসাম্প্রদায়িক এদেশে সাম্প্রদায়িক আগুন জ্বালায় যারা
অগ্নিদগ্ধ রেশমা, অবশেষে জীবন এর জ্বলন্ত মৃত্যু ..
আইয়ামে জাহেলিয়াত যুগের অধিক এক বর্বর হত্যাদৃশ্য ..
রাজাকাররা আজও বাংলার মাঠে সক্রিয়
জামান বাবু
আমাদের পোষিত গণতন্ত্রঃ লজ্জা- বিপন্নতা- বিলুপ্তির বিবর্তনে?
মানবাধিকার ঘোরে আচ্ছন্ন আমরা যখন পাশবিক হত্যাকাণ্ডে নির্বিকার এবং একটি সভ্যতার গল্প
‘বন্ধ্যাত্ব’ নারী শ্রমিক নিয়োগের পূর্বশর্ত করা হোক!!
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেনঃ
বাংগাল ভাই, আপনার কিন্তু কাম-কাজ হচ্ছে না, একটা অখাদ্য পোস্ট বিবেচনার জন্য দিয়েছেন। এটা কেমন কথা গো..। মস্তক ওকে আছে তো?
যাইহোক, আমার দুটি লেখা পড়ে ধর্মান্ধদের ব্যপক বদহজম হয়েছে। তাই লিংকটি বিবেচনার জন্য দিলাম। যদি প্রকাশের জন্য বিবেচিত হয় তবে মন্তব্যসহ প্রকাশের অনুরোধ রইলো।
সৃষ্টিকর্তা কি ছোটোলোক?
http://blog.bdnews24.com/koushik004/127839
হ্যাপি মাহে রমজান, ক্ষুধা ও খাদ্য বিলাস শুভ হোক
http://blog.bdnews24.com/koushik004/114671
আরও দুটি লিঙ্ক
পৃথিবীটা হোক গণমানুষের
http://blog.bdnews24.com/koushik004/125887
অগ্নিসংযোগে বিড়ম্বনা
http://blog.bdnews24.com/koushik004/121328
বাংগাল বলেছেনঃ
@জনাব / বেগম পরাজিত মধ্যবিত্ত , নাস্তিকদের কাছে আমার সেই পোস্টটি অখাদ্য মনে হবে তাইতো স্বাভাবিক ।
তবে আমি এখনো আশাবাদী , জনাব সুলতান মির্জা আমাকে বলেছিলেন এক পোস্টে , “একসময় না একসময় নাস্তিকদের বুঝিয়ে সুপথে ফেরানো যাবে , আমরা যদি ওদের পরিত্যাগ করি তাহলে ওরা কিভাবে সুপথে আসবে ?” অতএব, আমি আশাবাদী ।
আপনার আরও মনে থাকার কথা , আমি এখন নাস্তিকদের প্রতি আরও সহনশীল হয়ে , সকলকে আহ্বান জানিয়েছিলাম যে, কেউ যেন নাস্তিকদেরকে সমাজের বোঝা মনে না করে । আমি এও বলেছিলাম , কমন জেন্ডার এর মতই নাস্তিকরাও আমাদের সমাজের অংশ ।
আপনার মানসিক সুস্বাস্থ্য কামনা করি ।
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেনঃ
একটা নালিশ জাতীয় সস্তা, ফালতু, অখাদ্য এবং সম্পূর্ণরুপে অপ্রাসাঙ্গিক একটি পোস্ট কখনোই প্রকাশযোগ্য নয়। এই সাধারন জ্ঞানটুকু আপনার নেই, সেটা ভেবে আমি বেশ অবাক হচ্ছি। এবং আপনার মস্তক নিয়ে আমার মনের মধ্যে কিনোচিত সন্দেহ দেখা দিয়েছে।
নালিশ জাতীয় এবং সম্পূর্ণ অপ্রাসাঙ্গিক পোস্ট বিবেচনার জন্য দেওয়াটা নিতান্তই হাস্যকর। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার ওই পোস্টটি প্রকাশ যোগ্য নয় এবং সেটা কখনোই প্রকাশিত হবে না।
মস্তকটা ওকে করুন। ধন্যবাদ
কোথাও ছা
পার যোগ্য নয়। মস্তকটা ওকে করুন।
বাংগাল বলেছেনঃ
http://blog.bdnews24.com/Bangal/129528
ম.সাহিদ ভাই উপরের লিংকটি আমাদের অবিশ্বাসী ভাইদের জন্য উত্সর্গ করলাম ।
শুভকামনা ।
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেনঃ
হা..হা…হা.। বাঙ্গাল ভাই, আপনার কি ছিদেম (আক্কেল) নষ্ট হয়ে গেছে নাকি? নালিশ জাতীয় অপ্রাসাঙ্গিক পোস্ট নিয়ে টানাটানি করছেন কেন? মস্তকটা ওকে করুন।
বাংগাল বলেছেনঃ
শব্দটি হবে অপ্রাসঙ্গিক ,অপ্রাসাঙ্গিক নয় । নিম্নবিত্ত । হা হা হা … 😆 😆 😆 😆 😆 😆 😆 👿
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেনঃ
হা…হা..হা..। বাংগাল ভাই, বানানে আমি আবার বেশ কাঁচা এবং অসচেতন। আমার বানানের ভুল ধরে নিজের ছিদেমহীন মস্তকের বিষয়টি অন্যদিকে ঘোরানোর ব্যর্থ প্রয়াস না করলেই কি নয়?
নিজেই একবার বিচার করুন, আপনার নালিশ জাতীয় ওই পোস্টটি প্রাসঙ্গিক এবং প্রকাশযোগ্য কিনা…।
আপনার ছিদেমটা ওকে হোক, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
ম, সাহিদ, রীতা রায় মিঠু আমাকে অনুরোধ জানিয়েছেন তাঁর দিওয়ালি-র পোস্টটি যাতে “নগর নাব্য ২০১৩”-র জন্য মনোনয়ন পায়। এখানে যারা লিংক দিচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ রইলো রীতা রায় মিঠু-র দিওয়ালি-র পোস্ট-লিংক আজ-ই সাবমিট করুন, প্লিজ।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
Your text to link…
নির্বাসিত পথিক বলেছেনঃ
একটা লেখার লিংকের প্রস্তাবনা করছি
দিওয়ালী বা দীপোৎসবঃ আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও!
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
রীতা রায় মিঠু-র পছন্দের পোস্ট – Your text to link…
আইরিন সুলতানা বলেছেনঃ
বাংগাল এবং পরাজিত মধ্যবিত্তের একজন , প্রিয় দু’জন ব্লগারকে লড়তে দেখতে মজাই লাগে। তবে একটা-দুটো পোস্ট নিয়ে তারা এই যে বাকবিতণ্ডা করেই যাচ্ছেন, এর চেয়ে যদি তারা আরো অনেকের পোস্ট লিংক জমা দিতেন, তবে আমরা ব্লগাররা খুশি হতাম, যে তারা আমাদের পোস্ট অন্তত পড়েন …. 🙂
নুরুন্নাহার শিরীন আপা, আমরা নিজের নিজের পোস্টের লিংক নিজে এসেই জমা দিয়ে যেতে পারি এই পোস্টে। আমি নিশ্চিত নই, বাছাই কমিটি কী পদ্ধতিতে লেখা বাছাই করবেন, তবে একাধিক ব্লগার কোন পোস্টের লিংক জমা দিলে যে, সেটাই নির্বাচিত হবে, এমন কোন নিয়ম খুব সম্ভবত নেই। তাই আমরা নিজেই নিজের প্রিয় লেখার লিংক জমা দেব, তেমনি একই সাথে সহ-ব্লগারের লেখা প্রিয় পোস্টটির কথা নিজে থেকে জানিয়ে যাব …
আইরিন সুলতানা বলেছেনঃ
পোস্ট দাতা, আর কতদিন লিংক সংগ্রহ করা হবে??? আপনাকে এই পোস্টে আরেকটু এ্যাকটিভ আশা করছি, যেহেতু আপনি উদ্যোক্তা, নইলে আমাদের মধ্যে প্রয়োজনীয় চাঞ্চল্য দেখা নাও দিতে পারে…
যেহেতু কোন আপডেট আসছে না, তাই এরা কিছু লিংক জমা দিয়ে গেলাম –
জাহেদ-উর-রহমান – ব্লগ ব্ল্যাকআউট: আজকের ‘কালো’, নিয়ে আসুক অনেক আলো
মঞ্জুর মোর্শেদ – সাগর-রুনি হত্যা: ভিসেরা এবং কিছু প্রশ্ন
হাবিবুল্লাহ ফাহাদ এর ব্লগ – সাগর-রুনির রক্ত এবং একজন সাহারার সাফল্য গাঁথা
পারভেজ রেজা – সাগর-রুনির লাশ উত্তোলন: নতুন নাটক শুরু হয়ে গেছে!
জাহিদ ফয়সাল – সাগর-রুনি হত্যাকাণ্ড: মিথ্যা কথা বললেন সবাই
মোঃ আব্দুর রাজ্জাক – সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ও ডিএনএ প্রযুক্তি বিতর্ক
প্রবীর বিধান – উন্মুক্ত খনি নিয়ে শুধু প্রতিশ্রুতিভঙ্গ নয়, লুটপাট চলছে
রাশেদুজ্জামান – শহীদের রক্তে লেখা ফুলবাড়ি চুক্তির সাথে বেঈমানি
কালবৈশাখী – ত্রুটিপূর্ণ বাসরুটের কারনে নগরকেন্দ্রে বাসের ডিপো, যানজট
জিনিয়া বলেছেনঃ
জুলফিকার জোবায়ের-নিরাপদ সড়কের আগে নিরাপদ মানুষ জরুরি
নীলকন্ঠ জয়- সব বদলালেও বদলায়নি আমাদের চীরচেনা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলা
মাতরিয়সকা-বঙ্গতাজ: মুক্তিযুদ্ধের সফল কাণ্ডারি
বাংলা শিশু সাহিত্যে উদ্ভট ও রসবোধ জাগরণের অগ্রদূত
বাংলার লড়াই-সংগ্রামের কিংবদন্তি: কমরেড ইলা মিত্র
কালীগঙ্গা তীরের সাঁইজী
জিনিয়া বলেছেনঃ
সুকান্ত কুমার সাহা- বাড়ি ভাড়াঃ কথা বলাই পাপ!
অত্যাচারীর অত্যাচার ও আমাদের ব্যর্থতা
মাহি জামান- শুধু পশু নয়, পশুত্বকেও কোরবানি দিন…
সাবধান! উদ্দেশ্যমূলক অপপ্রচার আরেক রামুর জন্ম দিতে পারে!
মাহবুবুল আলম- আমেরিকার রাষ্ট্রদূত ড্যান মজিনার জামায়াত-শিবিরের সাথে সরকারের আলোচনার প্রস্তাব কিসের ইঙ্গিত?
নেশার জগতে নতুন সংযোজন পশু অজ্ঞান করার ওষুধ ‘ক্যাটামিন’
জিনিয়া বলেছেনঃ
বিন্দু বিসর্গ- ট্রেন টিকেটের খুঁটিনাটি
চোরাই মার্কেট, অপরাধ নিয়ন্ত্রণের এটি একটি উপায় মাত্র
কিস্তি ঋণের পঞ্চ বিষয়
মোহাম্মদ ইলিয়াস চৌধুরী-মুক্তিযুদ্ধ জাদুঘর: আসুন সবাই মিলে একটি ইট কিনি
বাংগাল বলেছেনঃ
@ জনাবা আইরিন সুলতানা , আমরা যতই লড়াই করিনা কেন , অবশ্যই আপনাদের পোস্টগুলো পড়া হয় । এই পোস্টে আপনার এক মন্তব্যে আমার একটি পোস্টের লিংক দিয়েছেন তাও দেখেছি আগেই । এই সুযোগে ধন্যবাদ দিতে চাই ।
আমি ব্যক্তিগত ভাবে চাই ,লড়াই হোক কিন্তু তা যেন সুস্থ্য লড়াই হয় ।
আবার ধন্যবাদ , শুভকামনা ।
বাংগাল বলেছেনঃ
ম.সাহিদ ভাই , লিঙ্ক দেওয়ার সময় আছে এই ভেবে আমার একটি পোস্টের লিঙ্ক দিচ্ছি ।
ব্যক্তিগত গাড়িতে পেশা লিখিত স্টিকার
http://blog.bdnews24.com/Bangal/61771
বোতল বাবা বলেছেনঃ
আমি ছুডু মানুষ, শুডু মুন্তব্য লিখতে ফারি, পুস্ট লিখতে ফারি না 🙁 । কিন্তু মুন চায় পুস্ট লিখতে 😉 । ম, সাহিদ ভাই, ব্লগারদের মন্তব্য নিয়ে সংকলন প্রকাশের ব্যবস্থা নাই? আমার নিজের না, চোখে ধরা কিছু ইসস্পেসাল মন্তব্য রিকমেন্ড করতাম ! মজা করলাম সাহিদ ভাই ।
জয় হোক নগর নাব্য-২০১৩; জয় হোক যুক্তিগত চিন্তা, চেতনা, দর্শনের। 💡
অনেক ধন্যবাদ । ভালো থাকবেন । 🙂
নীলকন্ঠ জয় বলেছেনঃ
ম,সহিদ ভাই,মা এর অসুস্থতার জন্য অনেকদিন ব্লগে নিয়মিত হতে পারিনি।তাই অনেকগুলো লিঙ্ক দেওয়ার সুযোগ হয় নি।শেষ সময়ে নিজের কয়েকটা লিঙ্ক দিলাম।
যে ভালবাসা ভোলায় মোরে
ফেসবুক হোক সকল শুভ কাজের ভিত
আমরা প্রত্যকেই কারোনা কারো চাকর, সুতরাং বড়াই করার কিছু নেই
বিজনে নিজের সঙ্গে, স্মৃতির নির্জনেঃ সুনীলদা স্বর্গবাসী হোন
সফল হোক।শুভ কামনা সংশ্লিষ্ট সকলের জন্য।ধন্যবাদ যারা অক্লান্ত পরিশ্রম করে লিঙ্ক দিয়েছেন।
ম, সাহিদ বলেছেনঃ
আমার প্রস্তাবিত কিছু লিংক-
১.মিডিয়া, মানবতা ও খতেজা বিবির গল্প
২.মুক্তি যুদ্ধ জাদুঘর……
http://blog.bdnews24.com/linaJambil/125222
http://blog.bdnews24.com/zahirul/126056
http://blog.bdnews24.com/SalehCtg/126439
http://blog.bdnews24.com/abdulmonem/132819
http://blog.bdnews24.com/p3ch4/133129
http://blog.bdnews24.com/Faysal1979/132088
http://blog.bdnews24.com/Faysal1979/128296
http://blog.bdnews24.com/Faysal1979/130455
http://blog.bdnews24.com/SukantaKS/132874
ম, সাহিদ বলেছেনঃ
সম্মানিত সকল ব্লগার বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,নগর নাব্য-২০১৩’র জন্য আমাদের লিংক সংগ্রহ অভিযানের এখানেই সমাপ্তি ঘোষনা করছি।এই মন্তব্য প্রকাশের পর আর কোন লিংক গ্রহন করা হবে না। যদি কেও কোন লিংক প্রদান করে ফেলেন তবে তা বিবেচনা করার কোন সুযোগ নেই। এই লিংক সংগ্রহ অভিযানের জন্য একটি কমিটি করা হয়েছিল,সেই কমিটির সদস্য এবং লিংক প্রদানকারি সকল ব্লগার বন্ধুদের প্রতি আন্তরিক কৃতঞ্জতা জানিয়ে সামনের দিনগুলিতেও সহযোগীতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।
সবাই-ভাল থাকুন,সুস্থ থাকুন।।