ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসে বিষধর সাপ!

ম, সাহিদ
Published : 19 August 2011, 07:55 PM
Updated : 19 August 2011, 07:55 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় গত বুধবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় যাত্রিবাহী বাস থেকে ৯ ফুট লম্বা বিষধর দুধ রাজ সাপ উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী প্রাইম সার্ভিস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৩১৩) যাত্রীদের ইফতারের উদ্দেশ্যে মহাসড়কের চান্দিনা উপজেলাধীন বেলাশহর লাইট হাউস রেস্টুরেন্টে গাড়ী থামিয়ে ইফতার করে। ইফতার শেষে যাত্রীরা গাড়ীর পর গাড়ি কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে এক শিশুযাত্রী গাড়ীর ফ্যানে পেঁচানো সাপ দেখে চিৎকার দেয়। মুহুর্তের মধ্যে গাড়ির সকল যাত্রীরা গাড়ি থেকে লাফিয়ে পরে। খবর পেয়ে পার্শ্ববর্তী হাড়িখোলা বেদে পল্লীর সালমান (১৫) নামের এক সাপুরে গাড়ি থেকে সাপটি উদ্ধার করে। আতংকিত যাত্রীরা জানান, 'আমরা ঢাকা থেকে এ বাসে উঠি। চালকের মাথার উপরের ফ্যানে এতবড় সাপ পেঁচিয়ে আছে তা কেউ দেখিনি। কিন্তু ইফতার শেষে আমরা গাড়িতে উঠা মাত্র এই শিশুটির চোখে পরে'। সাপটি উদ্ধার করায় গাড়ি চালক বেদে সালমনাকে নগদ টাকা বকশিস দেয়। গাড়ি যাত্রী ও চালক ধারনা করেছেন প্রচুর বৃষ্টি পাতের ফলে সাপটি ঢাকা বাস টার্মিনাল থেকেই গাড়ির লাগিজ ক্যারিয়ারে আশ্রয় নিয়েছিল। ইফতারের উদ্দেশ্যে গাড়ি থামিয়ে সকল যাত্রী নেমে যাওয়ার সুযোগে সাপটি গাড়ি থেকে নামার চেষ্টা করেছিল। তবে এ বিষয়ে যাত্রীরা গাড়ীর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন।