ঈদে আপনার কর্তব্য আপনি পালন করছেন কি?

ম, সাহিদ
Published : 30 August 2011, 10:44 AM
Updated : 30 August 2011, 10:44 AM

এক মাস সিয়াম সাধনার পর সবার মাঝে খুশির বারতা নিয়ে হাজির হল " ঈদুল ফিতর"। যার যতটুকু সাধ্য সেরকম ভাবেই আমরা ঈদের আয়োজন করতে ব্যাতিব্যস্ত। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করি। ঈদে আমরা প্রয়োজনের বাইরেও কিছু অপ্রয়োজনীয় কাজ করে থাকি যা না করলেও কোন ক্ষতি নেই। কিন্তু এমন কিছু প্রয়োজনীয় বিষয় আছে যা আমাদের ইসলাম ধর্ম ও মানবিকতার ভিত শক্ত করতে অত্যান্ত প্রয়োজনিয় কিন্তু আমরা তা বেমালুম ভুলে যাই বা ইচ্ছে করেই খুব একটা গুরুত্ব দিতে চাই না। যাই হোক আমরা সবাই মানবিকতার সুন্দর প্রতিটি ক্ষণের সাথে কখনও আমাদের জীবনের কর্তব্য হতে বিচ্যুত হবনা বলেই আমাদের বিশ্বাস।

  • ঈদের জামাতে শরিক হওয়ার পূর্বেই আপনি আপনার ফেৎরা আদায় করুন।
  • আপনি যদি ফেৎরা নেওয়ার যোগ্যও হয়ে থাকেন তবেও আপনাকে ফেৎরা আদায় করতে হবে।
  • যাকাতের অর্থ নিজিস্ব অভাবি যাকাত পাওয়র যোগ্য আত্মিয় স্বজনের মাঝে বিতরন উত্তম।
  • যাকাত প্রদানে চেষ্টা করুন যাকে দিচ্ছেন সে যেন এ বছর যে যাকাত আপনার কাছ হতে নিল তা দিয়ে সামনের বছর আর তার যাকাত নেওয়ার প্রয়োজনীয়তা না থাকে। অর্থাৎ আপনি অনেকের মাঝে স্বল্প-স্বল্প করে না দিয়ে একজনকে স্ববলম্বি করার ব্যাপারে বেশী মনোযোগী হওয়া উচিৎ।
  • আপনার খুব কাছে ঘর হতে হাক দিলে আওয়াজ পৌছে এমন দুস্থ পরিবারে আপনার পরিবারে যতটুকু আনন্দ ঠিক ততটুকু না হলেও কিছুটা পৌছে দেওয়ার চেষ্টা করুন।
  • ঈদের জামাতের পর বেছে বেছে নয় সামনে স্বল্প পরিচিত কিংবা চেনা গরিব দুখি যাকে পাবেন তাকেই বুকে টেনে কোলাকুলি করুন।
  • পায়ে হাত দিয়ে সালাম করা ঠিক নয় তাই সালামি প্রথা পরিহার ও নিরুৎসাহিত করুন।
  • ছোট বাচ্চাদের হাতে টাকা না দিয়ে বরং তাদের সাথে নিয়ে ঘুরে বেড়ান এবং লক্ষ্য রাখুন অপ্রয়োজনীয় খরচ না করে গরিব পথশিশুদের মাঝে আনন্দ ও সংমিশ্রনে উৎসাহিত করুন।
  • আপনার সামর্থ নেই তবুও চেষ্টা করুন অন্তত একজন গরিব দুস্থ শিশুর পরিধেয় নতুন বস্ত্র কিনে দেওয়ার সম্ভব হলে আরো বেশী।
  • অর্থ সহায়তা দিতে না পারলেও অন্তত ঈদের দিন আশেপাশের গরিব দুস্থ পরিবার গুলির সাথে কিছুটা সময় খোজ খবর নিয়ে কাটান তাতে অন্তত কিছুটা হলেও তাদের মাঝে ঈদের আনন্দ বিলানো হবে ।
  • ঈদে প্রতিটি মানুষের মাঝে জেগে ওঠুক মানবিকতার সেই মহিমান্বিত রুপ যা প্রতিটি মানুষের মাঝে সমান ভাবে বিরাজমান শুধু প্রকাশের অপেক্ষায়। আমাদের একটু সদিচ্ছাই নিয়ে আসতে পারে কোন এক পথশিশুর জীবনের সেরা আনন্দ হয়ত কোন দুস্থ পরিবারের নিকট আপনি হয়ে ওঠতে পারেন সবচাইতে আপনজন, জীবনের সেরা প্রাপ্তি হিসাবে পেতে পারেন কোন বৃদ্ধ/বৃদ্ধার মুখের হাসি ।