বাংলার জীবন্ত কিংবদন্তী রফিকুল ইসলাম অসুস্থ…

ম, সাহিদ
Published : 22 Sept 2011, 11:16 AM
Updated : 22 Sept 2011, 11:16 AM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ

২১ ফেব্রোয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কুমিল্লার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি ব্লাড ক্যান্সার (লিকোমিয়ায়) ভুগছেন। তিনি বর্তমানে কানাডায় চিকিৎসাধীন। বর্তমানে তাকে ক্যাম থেরাপি দেয়া হচ্ছে। এটি কার্যকর হলে তার বোন মেরু ট্রান্সফার করা হবে। তাঁর বোন মেরু তাঁর ছোট বোন সুফিয়া আক্তার খান ওরফে রীনার সাথে সামঞ্জস্য হয়েছে। তিনিও বর্তমানে কানাডায় আছে। বিগত ১০-১৫ দিন আগে তিনি সেখানে যায় তার ভাইয়ার চিকিৎসার জন্য। বাংলা মায়ের এই সূর্য সন্তানের জন্ম ১৯৫৩ সালে। পিতা আব্দুল গণি ভাষা সৈনিক রফিকের নামে নিজ পুত্রের নাম রেখেছিলেন রফিক। সে মহান আত্মত্যাগ করেছেন রফিক, সফিক, জাব্বার ১৯৫২ সালে সেই মহান পদাঙ্ক অনুসরণ করে এই রফিক ৪৭ বছর পর বাংলাকে আন্তর্জাতিক মর্যাদায় অধীষ্ট করেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার প্রাণকেন্দ্র রাজগঞ্জ সংলগ্ন রাজবাড়ী কম্পাউন্ডে। তাঁর অনুজ সাইফুল ইসলাম সাফু মাত্র ১৯ বছর বয়সে ১৯৭৭ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ সময়ে শহীদ হন। রফিকুল ইসলামের দ্রুত আরোগ্য কামনায় সকল বাঙ্গালীর কাছে দোয়া চেয়েছেন ওনার পরিবার।

***
তথ্য ও ছবি -কুমিল্লার কাগজ।