“একুশে বই মেলায়” ব্লগারদের লেখা নিয়ে হতে পারে বই প্রকাশ!

ম, সাহিদ
Published : 29 Oct 2011, 09:08 PM
Updated : 29 Oct 2011, 09:08 PM

আমাদের অবচেতন মনের না বলা কথা গুলি নিয়েই সাধারনত ব্লগে লেখালেখি করি আমরা। এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে এমন অনেক লেখা আছে যা শুধু মাত্র অন্তর্জালের এই বৃহত পরিমন্ডলের বাইরের আরো অনেক মানুষের কাছে পৌঁছার যোগ্যতা রাখে। আর সবার কাছে পৌছে দেওয়ার জন্য বই আকারে প্রকাশের কোন বিকল্প নেই, এককভাবে বই আকারে প্রকাশ করা হয়ত একজন ব্লগারের অনেক কারনেই সম্ভব হয়ে ওঠে না। এ ক্ষেত্রে এই ব্লগের সকল সদস্যদের চুড়ান্তভাবে ৫-১০ বা ততোধিক লেখা নিয়ে সামনের একুশে বই মেলায় একটি বই প্রকাশ করা হলে কেমন হয়?

দেখা গেল এই বাছাই করা লেখাগুলির মাঝে আপনার কোন একটি লেখা যদি স্থান পেয়ে যায় কেমন লাগবে তখন চলুন একটু অনুভব করি! যেহেতু এখানে আমরাই লিখালিখি করি আর তাই এই বই প্রকাশেও থাকবে আমাদেরই পছন্দের কর্তৃত্ব। তা হলে এখন থেকেই এই ব্লগে আপনার নিবন্ধিত নিক থেকে প্রকাশিত পোষ্ট গুলির মাঝে প্রাথমিক ভাবে আপনার বিবেচনায় শ্রেষ্ঠ লেখা অথবা এ ব্লগের অন্য যে কোন ব্লগারের পছন্দের লেখা বাছাই করে আসুন সবাই মিলে এবারের একুশের বই মেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের সদস্যরাও আমাদের লেখা নিয়ে হাজির হই।

বইটি প্রকাশ করতে হলে এখন আমাদের যা করতে হবে – (প্রস্তাবনা)

১. সকল ব্লগারদের অংশ গ্রহণ (আমাদের স্বতফুর্ত অংশগ্রহনই এই উদ্দেগকে সফল করতে পারে,কারন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের যেমন আমাদের ঠিক তেমনি প্রকাশিত হবে আমাদেরই লেখা অতএব আমাদের প্রয়োজনেই আমরা অংশগ্রহন করব)

২. যে যার পছন্দের লেখার লিংক দিবেন –প্রাথমিক বাছাই পর্বে। নিজের লেখা (যে লেখাটি আপনার বিবেচনায় শ্রেষ্ঠ) সেই পোষ্টের লিংক অথবা অন্য কারো ব্লগে (অবশ্যই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে প্রকাশিত) আপনার বিবেচনায় প্রকাশ যোগ্য এমন এক বা একাধীক লেখার লিংক শেয়ার করুন মন্তব্যের ঘরে। আর তা আগামী ১৫-১১-২০১১ ইং অর্থ্যাৎ ১৫ নভেম্বর ২০১১ তারিখের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের পছন্দের লেখা গুলির প্রাথমিক বাছাই কমিটিতে যারা থাকছেন –

ক. রনদিপম বসু
খ. মোসাদ্দিক উজ্জল
গ. আকাশের তারাগুলি
ঘ. নাহুয়াল মিথ
ঙ। মামুন ম,আজিজ
চ। মোত্তালিব দরবারী
ছ. শনিবারের চিঠি
জ. জহিরুল চৌধুরী
ঝ. নুরুন্নাহার শিরিন
ঞ. ম,সাহিদ
ট.আমিন আহমেদ
ঠ.অন্যমাত্রা
বিঃ দ্রঃ প্রাথমিক বাছাই কমিটি থেকে কেউ যদি ব্যাক্তিগত কারনে অথবা সময়ের অপ্রতুলতায় না থকতে পারেন সে ক্ষেত্রে নতুন নাম সংযোজিত হতে পারে। অথবা আগ্রহী যে কোন ব্লগার নিজের নাম প্রস্তাব করতে পারেন।

আমি বিশ্বাস করি কিছুটা কষ্ট হলেও আমাদের কেউ নিরাশ করবেন না। প্রাথমিক বাছাই ২০-১১-২০১১ ইং এর মধ্যে সম্পন্ন করতে হবে।

চুড়ান্ত বাছাই কমিটির সদস্যরা হলেন –

ক.কৌশিক আহমেদ
খ.রনদিপম বসু
গ.আইরিন সুলতানা
ঘ.মোসাদ্দিক উজ্জল
ঙ.আকাশের তারাগুলি
চ.নাহুয়াল মিথ
ছ.মোত্তালিব দরবারী
জ.শনিবারের চিঠি
ঝ.জহিরুল চৌধুরী
ঞ.নুরুন্নাহার শিরিন
ট.ম,সাহিদ

চুড়ান্ত বাছাই কমিটি আগামী ৩০-১১-২০১১ ইং তারিখের মধ্যে প্রাথমিক সম্পাদনা টিমের নিকট প্রদান করতে হবে।

৩. প্রাথমিক সম্পাদনা টিমের কাজ-০৫-১২-২০১১ ইং পর্যন্ত শেষ করতে হবে।

৪. চুড়ান্ত সম্পাদনা টিম-১০-১২-২০১১ ইং তারিখে সম্পাদনা করে প্রকাশকের হাতে লেখাগুলি হস্তান্তর করবে ।

(এই দুইটি সম্পাদনা টিমের সদস্যদের নাম উক্ত কাজে অভিজ্ঞতা সম্পন্নদের দ্বারা গঠন পুর্বক যথা সময়ে আপডেট প্রদান করা হবে।)

আমাদের প্রাথমিক কাজ হলো লেখা সংগ্রহ। নিজের ও অন্য ব্লগারের লেখার লিংক প্রস্তাব করুন, এই পোস্টের মন্তব্য ঘরে। মন্তব্যে লেখার লিংক দিতে পারেন এভাবে –

পোস্ট শিরোনাম (লিংক সহকারে)
ব্লগার নাম

[এ ব্লগের শুরু থেকে লিংক জমা দেয়ার শেষ দিন পর্যন্ত পোস্টগুলো বিবেচনা করা হবে]

লিংক শেয়ারের সাথে সাথে নিচের বিষয়গুলি সম্বন্ধে আপনার মতামত দিন।

১. বইয়ের নাম প্রস্তাব করুন।
২. প্রচ্ছদ ( এ ব্যাপারে অভিজ্ঞতা থাকলে মডেল প্রেরন করুন)

বিশেষ বার্তা – এ ব্যাপারে নতুন যে কোন সিদ্ধান্ত,কাজের অগ্রগতি ও আপনাদের আরো কোন সহযোগিতা (প্রয়োজন হলে) আপডেটের মাধ্যমে জানানো হবে।
**আপনাদের কাছ হতে যে কোন পরার্মশ অত্যান্ত গুরত্বের সাথে বিবেচনা করা হবে। (মন্তব্যের ঘরে পরার্মশ প্রদান করতে পারেন)

হটলাইন- যে কোন সমস্যা/পরামর্শ জানাতে পারেন এই নাম্বারে-০১৮৩১১৮০৯৯৭ ( বাংলাদেশ সময়- সন্ধ্যা ৬ টা হতে রাত্র ১২ টা পর্যন্ত)

ছবি-গুগল