শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদে রদবদল আসছে!

ম, সাহিদ
Published : 23 Nov 2011, 05:17 PM
Updated : 23 Nov 2011, 05:17 PM

নানা জল্পনা কণ্পনার অবসান ঘটিয়ে মন্ত্রী সভায় নতুন সদস্য যোগ এবং মন্ত্রনালয়ে ব্যাপক রদবদলের ব্যপারে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রী পরিষদের বেশ কিছু মন্ত্রীর কার্যকলাপ,অতিকথন,বেফাস মন্তব্য এবং দক্ষতা নিয়ে ব্যপক সমলোচনার কারনে আওয়ামীলীগ সরকারের জনসমর্থন দিনকে দিন নিচের দিকে নেমে আসছে আর এই জনসমর্থনকে আবারো উপরের দিকে এবং বিব্রতকর পরিস্থিতি থেকে উত্তরনের লক্ষে এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে প্রাপ্ত খবরে জানা গেছে।

যাইহোক কে মন্ত্রীসভায় ঠাই পাচ্ছেন এবং কারা তিরস্কৃত হচ্ছেন অথবা আদৌ পুনর্গঠিত মন্ত্রী সভা দিয়ে জনগনের আস্থা ফিরিয়ে আনতে মানণীয় প্রধান মন্ত্রী কতটুকু বিচক্ষনতার পরিচয় দিতে পরেন তা নতুন কলোবরের মন্ত্রীসভার ঘোষনা হলেই আমরা অনেকটা বুঝতে পারবো। তবে এই মুহুর্তে জনগনের মনোভাব এবং বিগত নির্বাচনে প্রদত্ত ইসতেহার অনুযায়ী দেশের মানুষকে সরকার বাকি সময়টাতে একটি সুন্দর সেবা বান্ধব গনতান্ত্রীক সরকারের পরিচয় দিবে সাথে জনগুরুত্বপুর্ন বিষয়গুলি প্রধান্য দিয়ে বিশষ কিছু সিদ্ধান্ত নিয়ে আবারো জনসমর্তনকে শ্রদ্ধা জানাবেন এটাই এখন সকলের প্রত্যাশা।