ধন্যবাদ সরকারকে: শুভেচ্ছা মহাজোট সরকারকে

ম, সাহিদ
Published : 14 March 2012, 03:56 PM
Updated : 14 March 2012, 03:56 PM

বাংলাদেশ সরকারের অর্জনের পাল্লায় বিশাল একটি অর্জন যুক্ত হল।বঙ্গোপসাগরের মালিকানা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিরোধ মামলায় অবশেষে বাংলাদেশের পক্ষেই রায় দিয়েছে সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ইটলস)।

ইটলস জানিয়েছে, বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল (১ লাখ ১১ হাজার বর্গ কিলোমিটার) পর্যন্তই বাংলাদেশের অর্থনৈতিক এলাকা ও সার্বভৌম অধিকারের অঞ্চল।

ধন্যবাদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,সাধুবাদ,বিদেশ মন্ত্রী ডঃ দীপু মনিকে।

নানা অপ্রাপ্তির কথা শুনতে শুনতে কান ভারি হয়ে গেছে আর এই সংবাদটি বাংলার প্রতিটি মানুষের আশা আকাংখার প্রতাশিত একটি সু সংবাদ।আমাদের এই সোনার বাংলা আমরাই গড়ে তুলব,তবে সরকার আন্তরিক ভাবে দেশ ও জনগনের জন্য কাজ করে গেলে বাংলাদেশকে খুব শীঘ্রই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর ব্যাপারে আমাদের প্রত্যাশা পুরন করতে পারে তা এই রায়ের মাঝে আবারও প্রমাণিত হল।