এখনো মানুষ করোনি!

নীড়
Published : 1 Jan 2015, 08:48 AM
Updated : 1 Jan 2015, 08:48 AM

দেশটাকে মায়ের মতো ভালবাসতে হয় । টিভি বিজ্ঞাপনে যতই শিখানো হোক ,ভালবাসা কি শিখিয়ে পড়িয়ে হয় ? দেশটাকে যারা ভালবাসে দেশটা তাঁদের কবে ছিল ? এ দেশটা ক্ষমতায় যারা থাকে তাঁদের শুধু । ক্ষমতায় বসলে শুধু আকাশই দেখা যায় নীচে যে মাটি আছে তাতে কিছু অসহায় মানুষ বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াই করছে তা দেখা যায় না । ছোট্ট জিহাদ কে জীবন দিয়ে প্রমাণ করে যেতে হলো আমরা কতটা নির্বোধ জাতি । ছোট্ট বাচ্চাটির জীবন নিয়ে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিও কৌতুক করলেন গুজব বললেন । তারপরেও তিনি থাকবেন অক্ষয় ,আমাদের হবে ক্ষয় । এ দেশে্র মানুষ এর হাজারটা সমস্যা পায়ে ঠেলে প্রতিদিন জীবন কে চালিয়ে নিতে হয় তারপরও ক্ষমতা পাওয়ার আশায় হরতাল ,অবরোধের আগুনে অকারণে তাঁদের পুড়তে হয় , মরতে হয় । ক্ষমতা , সম্পদ আসলে শেষ পর্যন্ত এর গতি কি ? অবিনশ্বর কোন প্রাণী কি আছে ?? মৃত্যুর পর কি কাজে আসবে এসব ? একটা ভালো কাজ করে মানুষের মনে বেঁচে থাকা যায় এই সহজ কথাটা তাঁরা বুঝবেন না । আরেকদল আছেন ,ধর্ম ব্যবসায়ী । নিত্য নতুন ফতোয়া জারী করা তাঁদের মূল কাজ এবং এর বেশির ভাগই হবে নারীদের গৃহবন্দী করার জন্য। কেন এত ভয় মেয়েদের ? কেন ?  ধর্মের নামে মানুষ মারা হলে সেই ধর্ম কি করে শান্তির বার্তা বাহক ?? ধর্মের মূল বিষয়টিকে যারা বিকৃত করছে তাঁদের বিরুদ্ধে কিছু বলা যায় না ,পাছে নাস্তিক হয়ে থাকতে হয় আজীবন । আরেকদল নেমেছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের খেলায় । তাঁদের ও মূল লক্ষ্য ক্ষমতা । ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার আগের দিন বসে থেকেও বলতে হবে প্রশ্ন ফাঁস হওয়া একটা গুজব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ করতে পারলো না কেউ ,ভর্তি পরীক্ষায় বন্ধ করে দিতে হবে । মানুষ তৈরী করার বদলে তৈরী হবে একটা চোর জাতি এটাও তাঁরা এড়িয়ে যেতে পারেন, সবার আগে ক্ষমতা । অমেধাবীদের আনাগোনায় ভরে যাবে দেশ সেরা মেডিকেল , বিশ্ববিদ্যালয় । যাকগে ভরে তাঁদের ক্ষমতায় থাকা তো হলো। তেলের আস্তরণে ঢাকা পড়ে যাবে আমাদের দেশটার ফুসফুসসম সুন্দরবন , তারপরেও বলতে হবে ,বলাতে হবে "কিছুই হবে না"।

প্রিয় দেশ এরকম হাজারটা কীটে ভরে গেছো তুমি , তুমি মুক্ত হও আবার স্বাধীন হও । দেশটাকে ভালবেসে ৭১ এর সেই বীরদের মতো প্রাণ দিতে পারে এমন বীর সন্তানের জননী হও । নতুন বছরের প্রথম দিনে পত্রিকা হাতে নিয়ে আগামী বছর যাতে মনে মনে বলতে না হয় "রেখেছো বাঙালি করে , মানুষ করোনি"।