শিক্ষা এবং রাষ্ট্রের উন্নয়ন(১)

সাঈদুজ্জামান
Published : 16 Feb 2011, 10:01 AM
Updated : 16 Feb 2011, 10:01 AM

এদেশের শিক্ষা আজো দেশের উন্নয়নের উপযোগী হয়ে উঠেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। শিক্ষাকে শুধু চাকরির হাতিয়ার মনে করাটা কোন স্বাধীন দেশের আকাংখা হতে পারে না। একটি দেশের উন্নয়ন মানে তার জনগণের জীবন যাত্রার উন্নয়ন। আর এর জন্য দরকার সকল নাগরিকের কর্ম সংস্থান। এটিই তাদেরকে দিতে পারে চিকিঃসার সুযোগ, বাসস্থানের সুযোগ, শিক্ষার সুযোগসহ অন্যান্য সুবিধা। আসলে এই সব উপাদানগুলির সবগুলিই পরস্পেরর পরিপূরক। তবে শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই কেবল সফল হওয়া সম্ভব।