সামাজিক ব্যবসা আসলে কি?

সাইফুল আলমসাইফুল আলম
Published : 1 July 2012, 12:08 PM
Updated : 1 July 2012, 12:08 PM

সামাজিক ব্যবসা সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ডা: ইউনুছ ,আসলে সামাজিক ব্যবসাটা যে কি সেটা কারা করছে সে ব্যাপারটাই পরিষ্কার হতে পারছিনা ,আমার সাদা চোখে সেটাই আমার নিকট সামাজিক ব্যবসা হিসেবে বিবেচিত যেটা সমাজ বদলে দেয়ায় ব্যাপক ভুমিকা রাখে, সমাজ উন্নয়নে ভুমিকা রাখে, যে ব্যবসার মুল উদ্দেশ্য শুধু মুনাফা নয় বরং বিনা লাভে সে ব্যবসার সাথে সমাজকে সম্পৃক্ত করা ,সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য সমাজের মানুষ গুলোর জন্য কিছু করা থেকেই সামাজিক ব্যবসা ধারনাটার উৎপত্তি বলে আমার নিকট মনে হয় যেটা বেকারত্ব দুরীকরনে ও ব্যাপক ভুমিকা রাখবে , সেরকম কোন প্রতিষ্ঠান কি আমাদের দেশে কাজ করছে ,গ্রামীন ফোন কিংবা গ্রামীন ব্যাংকে সামাজিক ব্যবসার আদলে মুনাফাবিহীন ভাবে ঢেলে সাজানো আহবান জানাচ্ছি ,গ্রামীন ফোনের কাছে সরকারের বকেয়া পাওনা কত আছে ,আমরা যারা ফোন ব্যবহারকারী আমাদের নিকট তো কোন বকেয়া তাদের নেই তাহলে সরকারের টাকা দিতে কেন হাইকোর্ট পর্যন্ত যেতে হবে ?আর গ্রামীন ব্যাংকের সুদের হার কত?

এজন্য বিভিন্ন দেশের কাছে বলা হচ্চে আপনার যেটা আমাদের দেশের জন্য দান হিসেবে দেবেন তার একটা অংশ যেন এই উদ্যোক্তাদের হাতে দেন তার সামাজিক ব্যবসার মাধ্যমে সেটা বিনিয়োগ করবেন ,আর যারা বিনিয়োগ করবেন তারা কোন মুনাফা নেবেন না শুধু তাদের বিনিয়োগ ফেরত পাবেন, আসলে ব্যাপারটা কি?