রাজনীতি যে দিকে যাচ্ছে!

সাইফুল আলমসাইফুল আলম
Published : 14 Nov 2012, 06:55 AM
Updated : 14 Nov 2012, 06:55 AM

বর্তমান সরকার এর মেয়াদ যত কমে আসছে ,ততই রাজনীতির মাঠ গরম হয়ে উঠছে, দ্রব্য মুল্য ,বিশ্বব্যাংকের অভিয়োগ, শেয়ারবাজার,ডঃ ইউনুছ,উপদেষ্টাদের অজায়গায় উপদেশ প্রদান ইলিয়াছ আলী,ব্যাক ক্যাট এভাবে তালিকা করে মেষ করা যাবেনা অসংখ্য ব্যার্থতার জন্ম দিয়ে সরকারের মেয়াদ শেষ করতে যাচ্ছে মহাজোট সরকার (সফলতাও অনেক আছে আমি শুধু ব্যার্থতার কথা বলছি ভেবে আবার আওয়ামীপন্থীরা দয়া করে গোস্বা করবেননা ),মেয়াদ শেষ হওয়ার আগে আর কি কি ব্যার্থতার ইতিহাস রচনা করবে তা সরকারের উপদেশ দাতারাই বলতে পারবে, কারন তারা অনেক শক্তিশালী ,অনেক ক্ষমতা ,হলমার্কের আর রেন্টাল এর বদৌলতে এখন কারো কারো অনেক টাকাও হয়েছে ,তাদের হাতের পুতুল হয়ে শেখ হাছিনার এই পুতুলনাচের ইতিকথা যে সফল সমাপ্তি সুখকর হবেনা তা নিঃসন্দেহে বলা যায়, গোদের উপর বিষফোঁড়া হয়ে জামায়াত শিবির যে ভাবে মাঠে নেমেছে তাতে তাদের সামলাতেই নির্বাচন পর্যন্ত এ সরকারকে ব্যাস্ত থাকতে হবে ,তারা মাঠে নামার অপেক্ষায় ছিলো এতদিন, বুকে মাইন বেধে রাস্তায় নেমে পড়ার মতো কর্মী বাহিনী একমাত্র তাদের ই আছে, তারা অপেক্ষা করছিলো সময়টা যত কমে আসবে তারা কর্মসূচী বাডিয়ে দেবে ,আর সরকারের ব্যার্থতার পাল্লার ওজন বাড়াটাও তাদের চিন্তার মধ্যে ছিলো বোঝাই যায়, তার এমন সময় মাঠে নামলো যখন নানা ব্যার্থতার অভিযোগে বর্তমান সরকারের জনপ্রিয়তায় মারাত্বক ঘাটতি দেখা দিয়েছে ,তারা রাস্তায় নামবে,মরবে (তাদের ভাষায় শাহাদাত) আর তাদের প্রতি জনগনের সহমর্মিতা বাড়বে, তাই এই সময়টা সরকারের সবচেয়ে কঠিন সময়