রুল জারি করার কি কেউ নেই?

সাইফুল আলমসাইফুল আলম
Published : 6 March 2012, 06:03 PM
Updated : 6 March 2012, 06:03 PM

তাজউদ্দীন আহমেদ আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যাক্তি ওনার নাতিকে পুলিশ পেটালো ,ধরে থানায় নিয়ে গেলো ,সোহেল তাজের ভাগ্নে পরিচয় দেয়ার পরও চেড়ে কথা বলেনি পুলিশ এটা বেশ পুরোনো খবর. আর ,পরে আপডেট জানলাম যে ইতিমধ্যে দুই পুলিশ কে ক্লোজ করা হয়েছে এমনকি আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছে ,পুলিশ এর সাহস আসলে দূ:সাহসে রুপ নিয়েছে ভেবেছে আমাদের মতো পাবলিক তাই ভাব দেখাতে গিয়ে এখন ঠেলা সামলাতে হচ্ছে ,আদালত নিয়ে কিছু বলা যাবেনা, যদি অবমাননা হয় আবার তবে আমার মনে হয় আদালত এ সামান্য ব্যাপার নিয়ে একেবারে রুল জারি করে বসবে তা হয়তো আমার মতো অনেকেই ভাবেননি তাজ উদ্দীন সাহেবের নাতি বলে কথা ! দেশে প্রতিদিন যে পরিমান অনিয়ম জনিত ঘটনা ঘটে সেগুলো উপর রুল জারি করার কি কেউ নেই?