১২ই মার্চ আসলে কী ঘটবে?

সাইফুল আলমসাইফুল আলম
Published : 7 March 2012, 04:30 AM
Updated : 7 March 2012, 04:30 AM

১২ই র্মাচ বিএনপির বহুল আলোচিত চলো চলো ঢাকা চলো কর্মসূচীকে ঘিরে আর যাই হোক না হোক গলাবাজির যুদ্ধটা বেশ জমে উঠেছে এক পক্ষ এটা বলছেন তো আরেকপক্ষ আরও সরস মন্তব্য করছেন। আসলে কিছুই ঘটবেনা পল্টন ময়দান তাহরীর স্কয়ার ও হবেনা সবাই একদিন ছুটি পাবে বাসায় বসে পরিবারের সাথে সময় কাটাবে .ব্যস্ত থাকবে আইনশৃংখলা বাহিনী আর চোরাগোপ্তা দু'একটা হামলা হবে যেটা জামায়াত শিবিরের লোকজন ই ঘটানোর সম্ভাবনাই বেশী এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য যা যা করার দরকার সবই করবে। আর কর্মসূচী শেষে বিরোধীদল তৃপ্তির ঢেকুর তূলবে যে কর্মসূচী সফল হয়েছে আর সরকার দল হাফ ছেড়ে বাঁচবে যাক এবারের মতো বাঁচা গেলো। আসলে কিছুই ঘটবেনা, আর আমরা আশা করি সব কিছু যাতে শান্তিপূর্ন ভাবে শেষ হয়।