নদীর কাছে জবাবদিহি করার দিন আজ

সাইফুল আলমসাইফুল আলম
Published : 14 March 2012, 04:13 AM
Updated : 14 March 2012, 04:13 AM

১৪ই মার্চ আর্ন্তজাতিক নদী কৃত্য দিবস, জানতামই না যে আজকের দিনটা আমাদের নদীর কাছে জবাবদিহি করার দিন, রিভারাইন পিপল নামে একটা সংগঠন আছে যার উদ্যোক্তারা বয়সে তরুণ, উদীয়মান বুদ্ধিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুন অধ্যাপক,তাদের একজন এস সাজ্জাদ সিদ্দীকি ঢকা বিশ্ববিদ্যালয়ে পড়ান তার সাথে পরিচয় না হলে এ ধরনের একটা সংগঠন আছে তা হয়ত জানতাম অনেক পরে। আজ ওনাদের কয়েকজনের একটা লেখা পড়লাম প্রথম আলোতে, সাধুবাদ জানাই তাদের যারা বুকের গভীরে দেশকে লালন করেন ভালোবাসেন মায়ের মতো। আশাকরি তাদের লেখালেখিতে আমরা আরও সচেতন হবো। সাধারন মানুষের কাছে পৌছে যাবে আমাদের ঐতিহ্যের নদীগুলোর দু:খ-বেদনাব কাব্য। অপরিকল্পিত বাঁধ নির্মাণ, উপনিবেশিক আগ্রাসন থেকে আমাদের নদীগুলোকে বাঁচাতে হলে একমাত্র আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তোলার থেকে আর কোন বিকল্প আমাদের নেই, সেই রকম সময়ে রিভারাইন পিপল হোক আমাদের অনুপ্রেরণা। আপনাদের দেখানো পথে হয়ত আমাদের নদীগুলোর মুক্তি মিলবে।