কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

সাইফুল আলমসাইফুল আলম
Published : 26 May 2012, 12:08 PM
Updated : 26 May 2012, 12:08 PM

আর মাত্র দেড় বছরের মাথায় নিবার্চন ,কিন্তু সে নিবার্চনকে ঘিরে যে শংকা দানা বেধে উঠছে সেটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে কেবলমাত্র সময়ই তা বলে দিতে পারে ,সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন শীল ,আমরা আশাকরি বর্তমানে উভয় জোট 14 ও 18 যে ভাবে বিচার মানি তালগাছ আমার বলছেন তাতে সময়ের সাথে সাথে পরিবর্তনের ধরন কতটুকু বদলাবে তাও দেখার বিষয় ,সাম্প্রতিক রাজনীতিতে একের পর এক যেভাবে ইস্যু তৈরী হচ্ছে তার কোনটা রেখে কোনটা নিয়ে লিখবো তাই ভাবছি,রেল মিনিস্টারের কালো বিড়াল দিয়ে শুরু হলো আর বিড়ালটা বেরিয়ে আসলেও কালো অন্ধকার এ কে বিড়ালের গলায় ঘন্টাটা বেধেছিল তা জাতিকে দেখানো হলোনা ,বরং সেই অন্ধকারে হারিয়ে গেলো ইলিয়াছ আলী ,মনে হয় না এ রহস্যের কোন কিনারা হবে ,সেই সুএ ধরে বিরোধী দলের আন্দোলন চাঙ্গা করার কৌশল দেখে বরং মনে হলো বিরোধীদল আসলেই কি ইলিয়াছ আলীকে ফেরত চাইছে ? তারপর হরতাল গাড়ী পোড়ানো মামলায় এক এক করে বিএনপি নেতাদের কুপোকাত হওয়া ,পালিয়ে রাতভর মশার কামড় খেয়েও শেষ রক্ষা হলোনা আর সরকার যেভাবে আগ্রাসী হয়ে এসব নেতাদের কারাগারে আটকে রেখেছে তাও কোন রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না ,বিএনপি সাংগঠনিক ভিত্তি যে কত দূর্বল তা সরকার এর নিকট প্রমানিত সুতরাং আমার মনে হয়না আন্দোলনে বিরোধী দল বেশ সুবিধা করতে পারবেনা আর সরকার ও যদি এভাবে ধর মার কাট এর মধ্যে থাকে সেটা আর যাই হোক জনগনের জন্য কল্যান বয়ে আনবে না।