পুলিশের সাম্প্রতিক বদহজম

সাইফুল আলমসাইফুল আলম
Published : 27 May 2012, 11:10 AM
Updated : 27 May 2012, 11:10 AM

সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান দেখলেই সেটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই হার কেন উর্ধ্বমুখী ,দেশের বিভিন্ন আদালতে চলছে সাংবাদিক হত্যার বিচার ,বিভিন্ন থানায় অসংখ্য অভিযোগ ফাইলচাপা পড়ে আছে ,সাংবাদিকদের কে বলা হয় জাতির বিবেক কিন্তু চারদিকের এই অস্থিরতার মধ্যে যেখানে স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই সেখানে উপরি হিসেবে যোগ হয়েছে পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতন।

তেমনি একটা ঘটনা ঘটেছে আগারগাঁও এ যা ইতিমধ্যে মিডিয়ার কল্যানে আমরা জেনেছি সেই সাথে সেই সব পুলিশদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটাও ফলাও করে মিডিয়াতে এসেছে।

তাহলে আমার কথা হচ্ছে যেটা খেয়ে হজম করা যাবেনা সেটা খাওয়ার দরকার কি গায়ে পুলিশের পোষাক উঠলেই শরীরের রক্ত গরম হয়ে যায় ,হাত নিশপিশ করে আর এখন বাড়ী গোপালগঞ্জ হলে তো কথাই নেই ঠেকায় আর কে? পুলিশ মনে করে সাবই আসামী ধরে চালান করে দিলেই হলো ধারার তো অভাব নেই কিন্তু তারা ক্ষমতার মোহে এটা ভুলে যায় মিডিয়ার কি ক্ষমতা মিডিয়া কি না করতে পারে তারা তো পুলিশের ছেয়ে বড় পুলিশ।