চিলে কার কান নিয়ে গেল- এমপি নাকি মন্ত্রীর?

সাইফুল আলমসাইফুল আলম
Published : 5 June 2012, 08:15 AM
Updated : 5 June 2012, 08:15 AM

চিল কান নিয়ে গেছে সে কথা শুনে চিলের পেছনে দৌডানোর গল্প আমরা সবাই জানি ,গল্পটা যতবারই মনে পড়ে ততবার আমি মনের অজান্তেই দেখি আমার একটা হাত চলে যায় কানের কাছে ,ঠিক রকম একটা ঘটনা ঘটে গেলা সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আবু সাঈদকে নিয়ে তিনি বললেন আমাদের মাননীয় মন্ত্রী-এমপিদের কান চোর ডাকাতরা নিয়ে গেছে আর ওমনি তারা দৌড় দিলেন দৌড়তো দৌড় একদৌড়ে সংসদের ভেতর, সারা জাতি দেখল কিভাবে অধ্যাপক সাহেবকে তুলাধুনা করা হল, তারপর প্রকৃত ঘটনা জানা গেলো চিল আসলে কান নিয়ে যায়নি কানের পাশ দিয়ে উড়ে গেছে, আমি এমপি মন্ত্রী মহোদয়কে মন্তব্য শোনার পর দেখলাম সব জায়গায় ফেইস বুকে, পত্র-পত্রিকার মন্তব্য কলামে যতগুলো মন্তব্য দেখলাম কোনটাই কিনতু মাননীয় সংসদদের পক্ষে যায় সবার বক্তব্য প্রায় একরকম ছিলো যে অধ্যাপক আবু সাঈদ যাকে আমরা আলোকিত মানুষ তো বটেই আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে জানি তিনি যদি এধরনের কথা বলে থাকেন তবে খারাপ কি বলেছেন ? সত্যিই তো বলেছেন ,তাই মাননীয় সাংসদ এবং মন্ত্রীদের জনপ্রিয়তা আসলে কোন পর্যায়ে এসে নেমেছে সেটা ভাবার সময় এসে গেছে বৈকি!