বাংলা শব্দভান্ডারে পর্তুগিজ শব্দ

সাইফুল বিন আ. কালাম
Published : 31 August 2016, 12:56 PM
Updated : 31 August 2016, 12:56 PM

বাংলা ভাষায় প্রচুর বিদেশি শব্দ স্থান পেয়েছে বিভিন্ন সময়ে। আজকে আমরা একটি গল্প জানব; যার মাধ্যমে বাংলা ভাষায় পর্তুগিজ থেকে আগত সকল শব্দ সহজে শিখা যাবে। গল্পটি এই-

ইংরেজ গরাদ বাবু কফি, পাউরুটি, আনারসআচার খেতে খুবই পছন্দ করেন। তিনি সাবান, আলকাতরাআলপিন ব্যবহার করেন না। তিনি একদিন সাবুকে চাবি দিয়ে বললেন; বারান্দাআলমারি থেকে বেহালাটি বের করে কেরানিকে দেওয়ার জন্য। এদিকে কেরানি বর্গা বালতিতে পেয়ারাপেয়ালে রেখে কাকাতুয়া নিয়ে পর্তুগিজ চলে গেলেন।

এই গল্পে যা যা মনে রাখতে: ক) ইংরেজ গরাদ বাবু কী কী পছন্দ করেন?, খ) তিনি কী কী ব্যবহার করেন না, গ) তিনি সাবুকে চাবি দিয়ে বারান্দার আলমারি থেকে কী কী বের করতে বললেন, ঘ) কেরানি কী নিয়ে কোথায় গেলেন। এই চারটি পয়েন্ট মনে রাখলেই পর্তুগিজ থেকে আগত সব শব্দ অনায়াশেই বলতে পারবেন।

এই ছিল আজকের গল্প, পরবর্তী গল্প নিয়ে শীঘ্রই আসছি আমি সাইফুল বিন আ. কালাম। বিসিএস প্রস্তুতির জন্য বিভিন্ন টপিক নিয়ে আমার বানানো বেশ কিছু ভিডিও আছে যা আপনার কাজে আসতে পারে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন