স্বপনের ফ্রেমে বাংলাদেশ – ফেসবুকে ফটোগ্রাফি কন্টেস্ট

সাইফুল শারিফ
Published : 16 March 2012, 02:05 PM
Updated : 16 March 2012, 02:05 PM

মহান ২৬শে মার্চ উপলক্ষে টিউনারপেজ-এ শুরু হলো বিশেষ আয়োজন "স্বপনের ফ্রেমে বাংলাদেশ – ফেসবুকে ফটোগ্রাফি কন্টেস্ট" এবার আমরা একটু অন্যরকম আয়োজন করতে যাচ্ছি। বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের মানুষ, দেশের প্রকৃতি , আমার দেশের গর্ব নিয়ে তোমার নিজের তোলা ছবি আমাদেরকে জমা দাও। যে কেউ এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। এই মুহূর্ত (১৪ – ০৩ – ২০১২) থেকে
এই আয়োজন শুরু হয়ে গেছে।

অংশগ্রহণের নিয়মাবলী :

২. তোমার নিজের তোলা শুধুমাত্র ১টি ছবি এই পেজে পোস্ট করো।

৩. ছবির সাথে অবশ্যই বাংলাদেশ-এর IT ভবিষ্যৎ নিয়ে তোমার কিছু কথা শেয়ার করো।

৪. বন্ধুদের সাথে ছবিটি শেয়ার করো।

৫. ছবি আপলোডের শেষ সময় ৩১শে মার্চ।

৬. আপনার প্রিয় ছবিটি লাইক ও সবগুলো ছবি দেখতে পারবেন এখান।

বিজয়ী নির্বাচন :

১. যার ছবিতে সর্বোচ্চ Like আসবে তার ছবিটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।

২. একি নিয়মে এই আয়োজনে মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

১০ জন বিজয়ীদের পুরষ্কার :

প্রথম পুরষ্কার : ১টি Host (১ বছরের জন্য) + ১টি Domain (১ বছরের জন্য) + ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + টিউনারপেজ স্পেশাল কলম + ছবিসহ মগ।

দ্বিতীয় পুরষ্কার : ১টি Host (১ বছরের জন্য) + ফ্রী Domain দিয়ে ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + স্পেশাল কলম + ছবিসহ মগ + ফ্লেক্সিলোড।

তৃতীয় পুরষ্কার : ১টি Host (১ বছরের জন্য) + ফ্রী Domain দিয়ে ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + স্পেশাল কলম + ছবিসহ মগ।

চতুর্থ পুরষ্কার : ফ্রী Domain ও Hosting দিয়ে ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + স্পেশাল কলম + ছবিসহ মগ।

পঞ্চম থেকে দশম পুরষ্কার (প্রত্যেকে) : তোমার ছবিসহ একটি টি-শার্ট + টিউনারপেজ স্পেশাল কলম + ছবিসহ মগ + ফ্লেক্সিলোড।
যেসব কারণে ছবি বাতিল হতে পারে :

১. যে কোন ধরণের অপ্রীতিকর ছবি।

২. ছবিতে কোন প্রকার বাজে মন্তব্য করলে।

৩. অন্যের তোলা ছবি নিজের নামে চালিয়ে দেয়া।

৪. Fake ID ব্যবহার করলে।