বন্ধু দিবস প্রসঙ্গে

সাদাসিধে
Published : 7 August 2011, 04:51 AM
Updated : 7 August 2011, 04:51 AM

অনেক ব্লগ, ফেসবুক এর পাতা দেখলাম ভরে গিয়েছে বন্ধু দিবসের শুভেচ্ছা বাণীতে………। বন্ধুত্ব যদিও একদিনের জন্য না তবুও বলছি আপনি কি জানেন জাতিসঙ্ঘ গত ২৭ এপ্রিল,২০১১ তারিখে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতি বছর ৩০ জুলাইকে?

উৎসঃ

From Wikipedia, the free encyclopedia
On 27 April 2011 the General Assembly of the United Nation declared[1] 30th July as official International Friendship Day. The day has been celebrated in several southern South American countries for many years, particularly in Paraguay, where the 30th July was first proposed as World Friendship Day in 1958. Traditionally, the Day takes place on the first Sunday of August. But there is no specific date for friendship day celebration in some countries. In India, it occurs on first Sunday of August.[2]

কিন্তু তারপর ও কেন আজই পালিত হচ্ছে এই দিবসটি বন্ধু দিবস হিসেবে আমি বুঝতে পারছি না…। জানার জন্য পোস্টটি করলাম। কেউ জানলে জানাবেন। আর আমার তথ্য ভুল থাকলে সঠিক তথ্যটি জানাবেন দয়া করে………।অনেকেই হয়ত জানেনা……আমার তথ্যটি সঠিক হলে জানিয়ে দিবেন তাদের।

ধন্যবাদ
শুভেচ্ছা রইল সব বন্ধুদের প্রতি…বন্ধু দিবস আজ হোক বা না হোক