জুতা ছোঁড়া-চড় মারা! সাবধান নেতারা! ভারত পর্যন্ত চলে এসেছে!

সেইন্ট ইওহান
Published : 27 Nov 2011, 02:53 PM
Updated : 27 Nov 2011, 02:53 PM

শুরু হয়েছিলো জর্জ বুশকে জুতা ছোঁড়া দিয়ে। ঘটনাটা নিশ্চয়ই মনে আছে সবার। কেউ কেউ ভুলে গেলেও ডব্লিউ বুশ এর মনে দগদগে ঘা'র মতো নিশ্চয়ই রয়েছে তা। বুশকে জুতা ছোঁড়ার পর একই ধরণের ঘটনাটা ঘটেছে বিভিন্ন দেশে। মন্ত্রী, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা। ইউরোপ-আমেরিকায় অনেকের কপালেই জুটেছে তা।

ইরাক আর ইউরোপের দেশ ঘুরে এখন চলে এসেছে ভারতে। দু'দিন আগে এক যুবক সপাটে চড় মেরেছেন মন্ত্রী শারদ পাওয়ারকে। আমাদের পাশের দেশ ভারতে। যেখানে দূর্নীতি ছড়িয়ে পড়েছে রন্ধ্রে রন্ধ্রে। ক'মাস আগেই দুর্নীতি বিরোধী বিল পাশ এর দাবিতে আমরণ অনশন করেছিলেন আন্না হাজারে।

দুর্নীতির যাঁতাকলে পিষ্ট এই উপমহাদেশের সব দেশের মানুষ। পুকুর চুরি, খাল চুরি, ভূমি দখল, টেন্ডার সন্ত্রাস। লিখতে গেলে তালিকা বাড়বেই। তাই সাধু সাবধান! চড়-থাপ্পড় আর জুতা মারার ঘটনা কিন্তু এসে গেছে ভারত পর্যন্ত।