ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৬০তম বার্ষিকী; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মাসব্যাপী কর্মসূচি

সেইন্ট ইওহান
Published : 31 Jan 2012, 09:08 AM
Updated : 31 Jan 2012, 09:08 AM

ঐতিহাসিক ভাষা আন্দোলনের ৬০ বছর পালিত হবে ২১শে ফেব্রুয়ারি ২০১২।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে থাকছে: সারা দেশে সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
আগামী ১৪ই থেকে ২০শে ফেব্রুয়ারি '৭২-এর সংবিধানের ভিত্তি অবিকৃতভাবে ফিরিয়ে আনা ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করাসহ ১১ দফা দাবিতে '১১ দফা সপ্তাহ' পালন করা হবে।

এছাড়া ২১শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় 'শহীদ দিবস' পালন করবে দলটি।