অভিনন্দন সুফিয়ান ভাই!
জার্মানির আন্তর্জাতিক প্রচার মাধ্যম ডয়চে ভেলের বেস্ট অব দ্য ব্লগস প্রতিযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সুফিয়ানের ব্লগসহ বাংলা ভাষার ছয়টি ব্লগ মনোনয়ন পেয়েছে।
সুফিয়ানের ব্লগটি (লিংক) মনোনয়ন পেয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ক্যাটাগরিতে। অন্য ব্লগগুলো হলো- সেরা ব্লগ ক্যাটাগরিতে সাবরিনা সুলতানার ব্লগ (লিংক), সমাজ কল্যাণে প্রযুক্তির সেরা ব্যবহার ক্যাটাগরিতে …. বিস্তারিত জানতে ক্লিক করুন [লিংক]
ভোট ফর আবু সুফিয়ান!
>> ভোটিং লিংক
জাগো বাহে জাগো বলেছেনঃ
🙂 🙂 🙂 🙂 🙂
আবু সুফিয়ান ভাইকে
অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন।
আর ইওহান ভাই, সে সাথে আপনাকেও ধন্যবাদ, এমন একটা্ সংবাদ জানানোর জন্য।
ভালো থাকবেন।
সিয়াম সারোয়ার জামিল- বলেছেনঃ
সকল ব্লগারকে অভিনন্দন। বিজয়ের প্রত্যাশায় থাকলাম।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
কিরে সেইন্ট ইওহান, আমার আগেই পোস্ট দিয়া দিলেন! ধন্যবাদ সবাইকে। ভোট দিয়েন প্লিজ!
সেইন্ট ইওহান বলেছেনঃ
@,আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক, ভাই, আপনার নিউজ আপনার আগে দিয়া আপনারে `বিট’ দিলাম! হাহাহা।
মোত্তালিব দরবারী বলেছেনঃ
সুফিয়ান ভাইকে অভিনন্দন।
সে সাথে আপনাকেও ধন্যবাদ, এমন একটা্ সংবাদ জানানোর জন্য।
সেইন্ট ইওহান বলেছেনঃ
@,মোত্তালিব দরবারী, ধন্যবাদ বড় ভাই।
সেইন্ট ইওহান বলেছেনঃ
@, জাগো বাহে জাগো, ধন্যবাদ!
সেইন্ট ইওহান বলেছেনঃ
@সিয়াম সারোয়ার জামিল- ধন্যবাদ। সবার বিজয়ের প্রত্যাশায়।
জুলকারনাইন বলেছেনঃ
ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতায় মনোনয়ন পাওয়াতে সমগ্র মুক্তমনা ব্লগারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন!বিজয়ী হোলে তা হবে আমাদের সবারই বিজয়।ধন্যবাদ!
সেইন্ট ইওহান বলেছেনঃ
@,জুলকারনাইন, ঠিক। সুফিয়ান ভাইয়ের বিজয় আমাদের সবার বিজয়।
নাহুয়াল মিথ বলেছেনঃ
😎
সেইন্ট ইওহান বলেছেনঃ
@,নাহুয়াল মিথ, ধন্যবাদ বড় ভাই।
সোহেল মাহমুদ বলেছেনঃ
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। এবারের ইলেকশানে সুফিয়ান ভাইকে ভোট দ্যান। 😛 (যদিও তিনি এখনো কোন আশ্বাস দ্যান নাই, ভোট দিলে ক্যাম্নে কি কি বিশেষ সুবিধার( 😆 ) ব্যাবস্থা করা হইবেক)
জটিল দাদা। জয় আসবেই। সাথেই আছি।
সেইন্ট ইওহান বলেছেনঃ
@,সোহেল মাহমুদ , ধন্যবাদ।
জিনিয়া বলেছেনঃ
খবর টা শুনে খুব ভাল লাগলো। ইদানিং এম্নিতেই ভাল খবর এর সংখ্যা অনেক কম। ধন্যবাদ সেইন্ট ইওহান। আর মনোনীত ব্লগারদের অনেক অভিনন্দন।
সেইন্ট ইওহান বলেছেনঃ
@,জিনিয়া, ধন্যবাদ।
মাহবুবুর রহমান বলেছেনঃ
নির্বাচনী ইশতেহার না দিলে তো ভোট দেওয়া যাবেনা। 😆
সব কষ্ট গুলো যেন মলিন হবার সময় এসেছে। অভিনন্দন সুফিয়ান ভাই।
সেইন্ট ইওহান বলেছেনঃ
@,মাহবুবুর রহমান ,হাহাহাহ। ধন্যবাদ।
আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক বলেছেনঃ
সম্মানিত ব্লগারদের অভিনন্দনের জবাবে বলতে চাই — আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। অভিভুত আপনাদের ভালোবাসায়। সবাই ভালো থাকুন।
সত্য প্রকাশে ব্র্যাডলি ম্যানিং এর মতো হুইসেল ব্লোয়াররা এগিয়ে আসবেন। এটাই এখন চাওয়া।
nurul বলেছেনঃ
আপনার জন্য অনেক অভিনন্দন।