ভর্তি পরীক্ষায় বিলুপ্ত ছিটমহল কোটা চালু করলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সজীব হোসাইন
Published : 20 Sept 2016, 00:55 AM
Updated : 20 Sept 2016, 00:55 AM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চালু করেছে বিলুপ্ত ছিটমহল অধিবাসী কোটা। টেলিটকের সিমের মাধ্যমে ভর্তি আবেদন প্রক্রিয়া আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়টি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় থেকেই সুবিধা এই বিশেষ কোটা চালুর সিধান্ত নিয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, পিছিয়ে থাকা বঞ্চিত বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদেরকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভূক্তি এবং উন্নয়নের সুফল পাওয়ার সুযোগ সৃষ্টির জন্য এই কোটা প্রবর্তন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের মূল আসনের অতিরিক্ত আসন হিসেবে অন্যান্য কোটার সাথে ০.৫ হারে এই বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের ভর্তির সুযোগ থাকছে।