আ’লীগ-জাতীয় পার্টি বৈঠক বুধবার

বীর বাঙালী
Published : 28 Dec 2011, 06:15 AM
Updated : 28 Dec 2011, 06:15 AM

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্র্টির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক বুধবার । সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণববনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় পার্র্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।এ বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দলের শীর্ষ স্থানীয় নেতারাও উপস্থিত থাকবেন।

এ ব্যাপারে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার এফএনএস'কে জানান, ''গত ২২ ডিসেম্বর এ বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু রংপুরে জাপা চেয়ারম্যানের প্রোগ্রাম থাকায় সেদিন বৈঠক হয়নি। বুধবারের বৈঠকে দলের শীর্ষস্থাণীয় ২৪ জন নেতা উপস্থিত থাকবেন।''

পার্টির চেয়ারম্যান ছাড়া আর কে কে বৈঠকে উপস্থিত থাকবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, '' এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সকালে দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে।'' এর আগে ২০ ডিসেম্বর ১৪ দল ও ১৯ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের সঙ্গে আওয়ামী লীগের পৃথক দুই বৈঠক অনুষ্ঠিত হয়।

কামাল শাহরিয়ার
স্টাফ রিপোর্টার, বার্তা সংস্থা এফএনএস