যুদ্ধাপরাধীদের বিচার দাবির গণমিছিলে অংশ নেবে জাপা

বীর বাঙালী
Published : 28 Dec 2011, 07:14 PM
Updated : 28 Dec 2011, 07:14 PM

১৪ দল আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বৃহস্পতিবারের গণমিছিলে থাকবে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্র্টি। বুধবার রাতে মহাজোটের প্রধান শরিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্র্টির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ জানান, 'আমাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৃহস্পতিবারের গণমিছিলে জাপা অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে।'

এ বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় পার্টি (জাপা)'র মহাসচিব আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ''যুদ্ধাপরাধীর বিচার দেশের সকল মানুষের দাবি। আমরা তাদের দাবির সাথে একমত পোষণ করি। গণমিছিলে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব থাকবে।''

গণমিছিলে জাপার প্রতিনিধি দলে কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, '' আমরা এটা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।''
অপর এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, '' আওয়ামী লীগের সাথে আমাদের (জাপা) বৈঠকে সমসমায়িক রাজনীতি, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা মহাজোটের অন্যতম শরিক হিসেবে আ'লীগের সাথে দলীয় কিছু বিষয়ে আলোচনা করেছি।''

টিপাইমুখ বাঁধে জাপার লংমার্চ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রুহুল আমিন বলেন,'' আমাদের (জাপা) লংমার্চ নিয়ে সাবেক রাষ্ট্রপতি জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করেন। তাকে (শেখ হাসিনা) আমাদের লংমার্চের ব্যাপক জনসমর্থন এবং সফল হয়েছে বলে জানানো হয়েছে।''

মহাজোটে থাকবেন না বলে জাপা চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন এসব নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মহসচিব বলেন, '' আমরা এখনো মহাজোটে আসি। আমরা থাকব কি থাকব না সেটা আমাদের দলের ব্যাপার বলে এ নিয়ে কোন আলোচনা হয়নি।''

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।
বৈঠকে জাতীয় পার্র্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশীদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।

***
কামাল শাহরিয়ার
স্টাফ রিপোর্টার, ফেয়ার নিউজ সার্ভিস (এফএনএস)