কুমিল্লার প্রথম নির্বাচিত মেয়র হলেন মনিরুল হক সাক্কু

বীর বাঙালী
Published : 5 Jan 2012, 05:14 PM
Updated : 5 Jan 2012, 05:14 PM

বেসরকারি ফলাফলে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নাগরিক কমিটির ব্যানারে লড়াইয়ে থাকা মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নির্বাচিত হয়েছেন। যার মধ্য দিয়ে তিনি হলেন কুমিল্লার প্রথম মেয়র। সাক্কু কুমিল্লা পৌরসৌভার সাবেক চেয়ারম্যান ছিলেন, তিনি স্থানীয় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়ে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান একসময় আওয়ামী রাজনীতি ত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেন। ফলে তাকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ নাগরিক কমিটির প্রার্থী সাক্কুকে সমর্থন দেয়। এছাড়া আওয়ামী লীগের আরও দু'জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। যার মধ্য দিয়ে সাক্কুর নির্বাচিত হওয়ার পথ সুগম হয়। সাক্কু আওয়ামী লীগ প্রার্থীর প্রায় দ্বিগুণ ভোট পাওয়ায় অনেকেই কুমিল্লার রাজনীতিতে আওয়ামী লীগের অশনি সংকেত হিসেবে এ পরাজয়কে দেখছেন। গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সবক'টি কেন্দ্রের ফল ঘোষণা করেন। এতে মধ্যে মনির"ল হক সাক্কু পেয়েছেন ৬৫,৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খান পেয়েছেন ৩৫,৪২৯ ভোট।

কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি মেয়র পদের প্রধান দুই প্রার্থীও সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান আনারস, নাগরিক কমিটির ব্যানারে মনিরুল হক সাক্কু হাঁস, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম টেলিভিশন, আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম চশমা, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু জাহাজ, জেএসডির শিরিন আক্তার তালা, চঞ্চল কুমার ঘোষ ঘোড়া, মো. সালমান সাঈদ দোয়াত-কলম এবং মামুনুর রশিদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়েছেন।

আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট এ সিটি কর্পোরেশনে মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। নির্বাচন কমিশনের ধারণা, ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। কোথাও বড় কোনো গোলোযোগ ঘটেনি। ভোট গ্রহণের ইলেকট্রনিক পদ্ধতি-ইভিএমে যান্ত্রিক ত্রুটিরও কোনো খবর পাওয়া যায়নি। কুমিল¬ায় প্রথম পুরো নির্বাচন ইভিএমে হয়েছে।

***
কামাল শাহরিয়ার, কুমিল্লা থেকে ফিরে