শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা নিয়ে ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন

বীর বাঙালী
Published : 14 Jan 2012, 05:09 PM
Updated : 14 Jan 2012, 05:09 PM

জগন্নাথ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি ফেরদৌস আহম্মেদ উজ্জল, সাধারন সম্পাদক এস.এম শুভ, ঢাবি সাধারন সম্পাদক পিনাস রায় পিন্টু, কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তোরাব অপু, ঢাকা মহানগর সা. সম্পাদক মনজুর মঈন প্রমুখ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারদলীয় ছাত্রসংগঠনগুলোর সন্ত্রাস-দখলদারিত্ব এবং দলীয় প্রশাসনের স্বেচ্ছাচারী ভূমিকা ক্রমান্বয়ে বেড়ে চলছে। নির্ধারিত ছাত্র প্রতিনিধি না থাকায় ক্যাম্পাসগুলো যেমন একদিকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অন্যদিকে প্রশাসন স্বৈরচারী হয়ে উঠেছে । সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে সন্ত্রাস দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র উৎখাতের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এসময় নতুন কর্মসূচী ঘোষণা করেছেন ছাত্র ইউনিয়ন নেতৃবন্দ।