কচুরিপানার ডকুমেন্টারি কাব্যগ্রন্থ নিয়ে কিছু কথা

সাকিব জামাল
Published : 5 Feb 2017, 08:00 PM
Updated : 5 Feb 2017, 08:00 PM

এবারের বই মেলায় আদিত্য অনীক প্রকাশনী থেকে প্রকাশিত কচুরিপানার ডকুমেন্টারি একটি ব্যতিক্রমধর্মী কাব্যগ্রন্থ । বর্তমান সময়ে সাধারণত কাব্যগ্রন্থগুলো প্রেম-বিরহ কেন্দ্রিক হয়ে থাকে আমরা সবাই জানি । কিন্তু এ বইটির বৈশিষ্ট্য অসাধারণ ।  যেমন – কচুরিপানার ডকুমেন্টারি কবিতাটি ১৯৭১ সালের চিরচেনা পাক বাহিনীর অত্যাচার-নিপীরণ এর কাহিনী কচুরিপানার বর্ণনা করেছে ।

এছাড়া, দেশত্ববোধের জাগরণ, সামাজিক ও রাজনৈতিক সচেতনা বৃদ্ধি, পিতা-মাতার অধিকার, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রত্যাশা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে । আছে বঙ্গবন্ধুকে নিয়ে অসাধরণ দুটি কবিতা ।শ্রমিক শ্রেণীর অধিকারের কথাও ফুটে উঠেছে বইটিতে । আছে সমতার বিশ্বের জন্য তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন । সাহিত্যের ব্যাকরণের চেয়ে কবিতার বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে লেখা এ বইটি আপনাদের ভালো লাগবে এবং আপনার যেকোন শ্রেণী পেশার প্রিয় মানুষদের জন্য উপহার দিতে পারবেন আর আপনার সন্তানের জন্য এটি একটি চমৎকার বই । একটু পড়েই দেখুন না !

বইটি পাওয়া যাবে ঢাকা রির্পোটারস্ ইউনিটি এর স্টলে ।