আমার অনূদিত ‘দ্য থিওরি অব এভরিথিং’ এখন বইমেলায়

সাকিব জামাল
Published : 13 Feb 2019, 03:47 PM
Updated : 13 Feb 2019, 03:47 PM

বইমেলায় প্রকাশিত হলো আমার অনূদিত মহাবিজ্ঞানী, পদার্থবিদ, গণিতবিদ স্টিফেন হকিং এর  দ্য থিওরি অব এভরিথিং।

মহাবিশ্বের শুরু থেকে এর ক্রম পরিনতি কী হতে পারে  তা ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক সাতটি বক্তব্যে তুলে ধরেছিলেন হকিং । মহাবিশ্ব এবং সৃষ্টিতত্ত্ব তিনি সহজ সরলভাবে সাধারণ মানুষের বোধগম্য করে ফুটিয়ে তুলে ছিলেন তার বক্তৃতাসমূহে ।

এসব বক্তৃতার সংকলনই হলো দ্য থিওরি অব এভরিথিং-  যা সারাবিশ্বে একটি বেস্ট সেলার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে পড়াশুনার সময় থেকে স্টিফেন হকিংয়ের প্রতি আমার আগ্রহ জন্মে।

কর্মজীবনে আমি ব্যাংকার হলেও পদার্থবিজ্ঞানের সঙ্গে  বিচ্ছেদ হয়নি। সময় করে অনুবাদ করতে বসি এবার । যতটা সহজ সরল করা যায় । আশা করি সবাই বইটি পড়ে মহাকাশ, মহাবিস্ফোরণ, কৃষ্ণগহ্বর ইত্যাদি বিষয়গুলো বুঝতে পারবেন ।

অনুবাদটি প্রকাশ করেছে  অন্বেষা প্রকাশন।  বইমেলায় বইটি পাওয়া যাবে অন্বেষার নম্বর ১৮ নম্বর প্যাভেলিয়নে।