আমি আমার …..!

তারপর
Published : 9 May 2011, 04:51 PM
Updated : 9 May 2011, 04:51 PM

সাধারন জীবনের উর্দ্ধে থেকে বাস্তবতাকে বরণ করার অসাধ্য সাধন বেদনার প্রতিচ্ছবি। কিছুটা অন্যরকম এক অনুভূতির স্পর্শ। ইচ্ছের চাওয়ার সাথে পাওয়ার সামঞ্জস্যতা খুঁজি অন্য পথে, পাওয়া হয়নি। সাধারণ জীবনের খানিকটা হাতের মুঠোয়। তারপরও নিজের ভিতর নিজেকে প্রতি মূহুর্তে অবহেলা অবজ্ঞা করেছি। হার মানিনি যার কাছে। হয়ত সে কিছু চায়, তাকে দেওয়া হয়নি কখনও, দেওয়ার চেষ্টা করিনি, জানিনা দিতে হয় কিভাবে। নিজের সাথে যুদ্ধ করা জীবনের অসম্ভব সাধনের একটি মেনেও যুদ্ধের ডাক দিয়েছি বাইরের এই আমি। পরাজয় মানতে হবে বলেই লড়াই করেছি, করছি, হয়ত করবো। জানিনা এর শেষ কোথায়। ভাঙ্গিনি এখনও, ভাঙ্গতে পারিনা, যুদ্ধের ডাক যে আমারই দেয়া। কেননা কষ্ট যে আমার সঙ্গী, দুখ যে আমার বন্ধু, যারা আমার ভালোবাসার বেদনায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আমার স্বত্তায়। যা বহন করার অসম্ভবতা আমার মাঝে অফুরন্ত। তবুও সুখের সন্ধানে করিনি আজও। সুখের হাতছানি স্বপ্নে দেখা মেলে। বাস্তবতার নিদারুণ কষাঘাতে যা বিবর্ণ। সুখের সন্ধানে জীবনের কিছুটা সময় পেরিয়ে গেছে অতল গভীরে। জীবনটা যেখানে ক্ষনিকের, সেখানে সময় পেরিয়ে যাওয়াটাই স্বাভাবিক। যা মেনে নিতে সাধারনত আপত্তি নেই। তবুও যুদ্ধে যে লড়াই করতে হবে। কেউ হয়ত স্বপ্ন দেখতে ভয় পায়, কেউবা পায় আনন্দ। স্বপ্নের বেড়াজাল থেকে বেরিয়ে এসেছি বহু আগেই। তবুও কখনো ইচ্ছে হয় তাকে উপলব্ধি করতে। যে সময় বহু মানুষ কাছে আসে। নানান নামে ডাকে, ভিন্ন ভাবে বোঝে আমায়। আবার হয়ত চলে যায়, হয়ত যে নামে ডাকে সে আমি নই। যে ভাবে বোঝে হয়ত তার বিপরীত। যাকে কাছে চেয়েছি সে দূরে ঠেলেছে। পাইনি আমার যুদ্ধের সঙ্গী বানাতে, হয়ত ডাকিনি। একা আমি আজও আমার পথে। সবার থেকে বিপরীত কিছু ভাবনা আমার মেলেনা কারো সাথে, তবুও বন্ধু খুঁজি। নিজের ইচ্ছেগুলো বলতে, ভাবনাগুলো জানাতে। তবুও এখনও একা হাটতে পছন্দ করি। পথের মাঝে অনেকের সাথে দেখা মেলে, আমার পথে হাঁটে না কেউ। তবুও আশায় তাকি নিজের ইচ্ছেকে প্রকাশ করতে। আজও সাধারণ অতি সাধারণ জীবনের খোঁজে হাটতে থাকি অনন্ত পথ। জানিনা এর শেষ কোথায়। আমার যে পথ জানা নেই। পথের মাঝে অনেক পথ আসে অনেক বাঁক আসে চলে যায়। আবারও একটি বাঁকের অপেক্ষায়। হয়ত এটিই শেষ, তবুও হাটি পথ শেষ হওয়ার অপেক্ষায়। হয়ত হবে, জানিনা। আমার আমির প্রতি অনেক অন্যায়, অবিচার আমি করেছি। তবু সেই আমার পথের সহযাত্রী। যার কাছে আমি মা চাইতে পারিনা, মা চাওয়ার দুঃসাহস আমার নেই। মা চেয়ে আমার অপরাধ ঢাকার চেষ্টা আমি করিনি। নাহলে প্রায়শ্চিত্ত হবেনা আমার। উপলব্ধি করি আমি আমার, যা অন্যকে সোপর্দ করতে চেয়েছি বারবার।

তবু………..আমি আমার……..!