খনি প্রকৌশলীর বেতন : বাংলাদেশের খনি প্রকৌশলীরা কত বেতন পান

সেলিম আহমেদ পাভেল
Published : 9 Jan 2016, 06:26 PM
Updated : 9 Jan 2016, 06:26 PM

খনি প্রকৌশলীরা পৃথিবীর অন্যতম উচ্চ বেতনপ্রাপ্ত প্রকৌশলী। প্রাক্কলন করা হয় যে এই পেশাটি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে বিস্তৃতি লাভ করবে।

সিনিয়র খনি প্রকৌশলীদের অবসরগ্রহণ, পৃথিবী জুড়ে খনিজ সম্পদের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধি এবং এই বিষয়ে পাঠদানকারী শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতাই এর মূল কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬,৯০০ খনি প্রকৌশলী কর্মরত আছেন যাদের গড় বেতন $৭৫,৯৬০। অস্ট্রেলিয়ায় একজন খনি প্রকৌশলীর গড় বেতন বছরে $১,৬০,০০০ । খনি প্রকৌশলীরা সাধারণত তেল ও গ্যাস উত্তোলন, বিভিন্ন প্রকার ধাতু উত্তোলন এবং কয়লা উত্তোলন খনিতে প্রকৌশলী হিসেবে নিয়োজিত থাকেন। বাংলাদেশের খনি প্রকৌশলীরা কত বেতন পান বড় জানতে ইচ্ছে করছে।

এক অসহায় খনি প্রকৌশলী

ফেইসবুকে আমি : https://www.facebook.com/salimahmad007

Source : Wikipedia

যখন আমি Wikipedia তে মাইনিং প্রকৌশলী (Mining engineering) দিয়ে search দিলাম তখন উপরে তথ্য গুলো পেলাম |

Salim ahmad pavel
Specialist in Mining engineering
At Tula State university , Russia
Diploma in mining engineering
At bogra polytechnic institute ,Bogra