মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ: জনগনের কল্পনা শক্তির পরীক্ষা নেওয়া হচ্ছে!!!

সামসুল আরেফিন
Published : 18 June 2012, 05:09 AM
Updated : 18 June 2012, 05:09 AM

প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী…………

মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি দাবি করেছেন যে, তিনি প্রতিশ্রুতি চেয়ে বেশি কাজ করেছেন ।আসুন একটু কল্পনা করি প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ হলে কি হত!!!
প্রতিশ্রুতি: ১০ টাকা কেজি চাল খাওয়ানো হবে ।
বেশি কাজ: এখন চালের কেজি ৮ টাকা ।
প্রতিশ্রুতি: কাচা মরিচ হবে ৫ টাকা কেজি ।
বেশি কাজ:কাচা মরিচ এখন ৪ টাকা কেজি ।
প্রতিশ্রুতি:ঘরে ঘরে চাকরি দেওয়া হবে ।
বেশি কাজ: এখন কোনো কোনো ঘরে ২/৩ জনকেও চাকরি দেওয়া হয়েছে।পারতপক্ষে দেশে আর কোনো বেকার নাই !!!
প্রতিশ্রুতি:বিনামূল্যে সার দেওয়া হবে ।
বেশি কাজ:সার শুধু বিনা মূল্যেই দেওয়া হয় নাই, এই সারের বস্তা বাসায় নেওয়ার জন্য গাড়ি ভাড়াও দেওয়া হয়েছে!!!
প্রতিশ্রুতি:বিদ্যুতে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে ।
বেশি কাজ:লোডশেডিং কি জিনিস নতুন প্রজন্ম তা জানেও না ।
প্রতিশ্রুতি:সাগর-রুনির হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে ।
বেশি কাজ: খুনিদের মাত্র ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং ৩৬ ঘন্টার মধ্যে তাদের ফাসিতেও ঝুলানো হয়ে গেছে ।
………..সত্যিই প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ হওয়ায় আমরা দেশবাসী এখন মারাত্নক সুখে আছি ভাই ।মনের সুখে খালি গান গাইতে মন চায়।

………………………..আরো কয়েকটা লিখতে চেয়েছিলাম,কিন্তু এত সুখ যে সুখে আর ধরে না ।তাই "হিরক রাজার দেশে" ছবিটির একটি গানের কয়েকটা চরণ লিখলাম…….

……….কতই রঙ্গ দেখি দুনিয়ায়,ও ভাইরে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
আমি যেদিকেতে চাই, দেখে অবাক বনে যাই,
আমি অর্থ কোনো খুঁজে নাহি পাইরে, ও ভাইরে,
কতই রঙ্গ দেখি দুনিয়ায়……..
আরে ভালো যে জন থাকে ভাঙ্গা ঘরে,
মন্দ জনে সিংহাসনে চড়ে,
সোনার ফসল ফলে যে তার, দুই বেলা জুটে না আহার,
হীরার খনির শ্রমিক হয়ে কানাকড়ি নাই,ও ভাই রে,
কতই রঙ্গ দেখি দুনিয়ায়……….