হিরক রাজা, গবেষক এবং তার সভাসদগনের সাথে একদিন

সামসুল আরেফিন
Published : 5 May 2012, 04:16 PM
Updated : 5 May 2012, 04:16 PM

সত্যজিত রায় এর বিখ্যাত ছবি হিরক রাজার দেশে যুগ যুগ ধরে জালিম শাসকের বিরদ্ধে প্রতিবাদ এর অবলম্বন হিসেবে দেখা হয় . বর্তমানে আমাদের দেশে ও হিরক রাজার দেশের পরিস্থিতি সৃষ্টি হয়েছে .
এই অবস্থায় রাজা ,তার সভাসদ এবং গবেষকের মধ্যকার সংলাপ তুলে ধরা হয়েছে …
রাজা :কী খবর সভাসদগণ ?
আজি বিষন্ন কেন তোমাদের মন ?
সভাসদ ১ : বড় দুশ্চিন্তা হচ্ছে মহারাজ
এই অসময়ে পদতেগ করলো সোহেল তাজ .
সভাসদ ২ :ইলিয়াস কে নিয়ে অবস্থা বড়ই বেকায়দা
বিরোধী দল লুটছে রাজনৈতিক ফায়দা
সভাসদ ৩ :এদিকে বাবুর ঘুষ কেলেংকারী হয়ে গেছে ফাস
সত্যি ই সামনে মনে হচ্ছে আমাদের সর্বনাশ
সভাসদ ৪ :সাগর রুনি ইসুতে আন্দোলনে যাচ্ছে ব্লগাররা
চা খেয়ে ও নাকি চুপ হবে না তাহারা
রাজা : আহহা , তাই বলে কি মন খারাপ করবে তোমরা ?
যারা রাজ্যের এত বড় হোমরা চোমরা !
এক্ষনি ডাক গবেষককে
উপায় একটা ঠিক বাতলে দেবে সে !
গবেষক : নমস্কার ! মহারাজ ,
অনেক দিন পর ডাক পড়ল আজ !
রাজা : ডেকেছি কি আর সাধে ?
মহা বিপদ নিয়ে ঘুরছি আমার কাধে !
গবেষক : ছি, ছি , মহারাজ বলবেন না ও কথা ,
যথা বিপদ আমার সমাধান আছে তথা !
রাজা : খবর রাখো কি কিছু , কি হচ্ছে আজকাল রাজ্যে ?
গবেষক : ইদানিং সমসসা হচ্ছে আপনার রাজ্য পরিচালনা কার্যে !
রাজা : তা সমসসা কি মামুলি নাকি গুরুতর ?
সভাসদদের মনে যে ঢুকে গেছে ডর!
গবেষক : ভয়ের কিছু নেই মহারাজ ,
শুধু ফর্মুলা মতে করতে হবে কাজ !
রাজা : একি! এরই মধ্যে সন্ধান পেয়ে গেলে ফর্মুলার
সত্যি ই তোমার জুরি মেলা ভার !
গবেষক : লজ্জা দিবেন না মহারাজ ,
ওটা ই যে আমার কাজ !
রাজা : তা বলে ফেল তোমার সমাধান ,
শুনে ধন্য হউক আমার এই দি কান !
গবেষক :মামলা দিয়ে দেন জনে জনে ,
নেতারা সব চলে যাবে আত্মগোপনে !
রাজা :ডান্ডার ভয়ে ই আন্দোলন হয়ে যাবে ঠান্ডা ,
বিরোধী দল কি বসে বসে পারবে আন্ডা !
গবেষক : মামলা কেড়ে নেবে তাদের নাওয়া খাওয়া ,
ভুলে যাবে caretaker এর দাবি দাওয়া !
রাজা : যারা জেলের বাইরে থাকবে , তারা তো সরকার কে দুষবে ?
এই জুলুম দেখে জনগণ যে রুষে ফুসবে?
গবেষক :ছাত্র লিগ কি তখন বসে বসে আঙ্গুল চুষবে ?
রাজা : বাহ বাহ ,চমত্কার,
সত্যি ই তোমার জুরি মেলা ভার !
কিন্ত, গবেষক, কি বুজাব হিলারি কে ?
ও যদি বসে বেকে ?
গবেষক :হাসি মুখে তেল গাস দিয়ে দিবেন তাকে !
দাদা ও তো আসছেন সাথে ,
সুবিধা ই হলো আপনার তাতে !
রাজা : আর ব্লগাররা , বেটারা যে মস্ত ঘাড়েল,
গবেষক :ওদের ঠান্ডা করে দেবে বন্দুকের বেরেল!
রাজা : কিন্ত তাতে যে গণ বিস্ফোরণের আশংকা ?
গবেষক : লব ডংকা !!!
রাজা : তার মানে ???
গবেষক : জনগণ নিয়ে করবেন না কোনো ভয় ,
এখন পেতে না খেলে ও যে তাদের পিঠে সয় !
রাজা : বাহ বাহ, গবেষক, চমত্কার,
সত্যি ই তোমার জুরি মেলা ভার !
গবেষক : মহারাজ এর আশ্রয় পেয়ে ধন্য ,
আমি অতি নগন্য !
রাজা : আর বাবুর ঘুষ কেলেংকারী ?
গবেষক : বাঙালি যে ইদুরের মস্তিস্কধারী!
রাজা : তার মানে ভুলে গেছে সব ?
এই নিয়ে তোলবে না কেউ রব ?
গবেষক :জি মহারাজ, সব কিছু হয়ে যাচ্ছে সাভাবিক ,
আপনার রাজত্ব আবার চলবে ঠিক ঠিক !
রাজা : তার মানে বিপদের কোনো ভয় নাই ?
গবেষক : আপনার দলের লোকদের তো করা ই আছে মযোগ ধোলাই!
আপনি শুধু একবার রব তুলে ই সারা ,
শিয়ালের মত হুক্কা হুয়া ডাকবে তাহারা !
রাজা : গবেষক ,মগজ ধোলাই করা যায় না রাজ্যের সবার ?
গবেষক :দরকার নাই তার ,
জনগনের মগজ ই যে খুঁজে পাওয়া ভার !
এমনি তে ই সব ভুলে যায় তাহারা ,
তাই কোনো লাভ নেই অপচয় ছাড়া !
রাজা : চিন্তা দূর হলো আমার ,
ভালো লেগেছে তোমার কাজ কারবার,
ও রে কে আছিস! গবেষক কে সাজিয়ে দে হীরকের সাজ !
এ দেশ আমার বাবার, আমি আজীবন থাকব মহারাজ !!!!!!!!