ক্লান্তি আমায় ক্ষমা কর …

সামসুল আরেফিন
Published : 15 May 2012, 08:15 AM
Updated : 15 May 2012, 08:15 AM

রাতে শ্রদ্ধেয় আবু সুফিয়ান ভাইয়ের সাথে মোবাইলে কথা বলার পর থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যে ,সকালের সরাষ্ট্র মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচিতে আমি আসছি।যদিও ইউনিভার্সিটিতে ক্লাস আছে,তবুও মোটামুটি ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম।এইরকম মানসিক প্রস্ততি নিয়েই রাতে ঘুমাতে গেলাম।কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই হঠাত করে আব্বার ঘোষণা,আজকে তোকে ক্লাসে যেতে হবে না। তুই একটু বাড়িতে যা,কাজ আছে। অগত্যা,বাড়ির দিকেই যেতে হল,পারিবারিক কাজে। কাজ শেষ করে যখন বাসায় ফিরলাম,তখন আরিফ হোসেন সাইদকে কল করে জিগ্যেস করলাম,করলাম,কর্মসূচি কতক্ষণ হবে? আরিফ জানালো,আরো ঘন্টা দুএক চলবে।কিন্তু,শরীরটা আমার তখন ভীষণ ক্লান্ত…..যেতে যদিও আমার ইচ্ছা ছিল,তবুও শরীরটা এখন আর সায় জানাচ্ছে না। জানি,আমি যখন কিবোর্ডে ঝড় তুলছি,তখন সাগর-রুনির হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে উত্তাল রাজপথ। সোচ্চার সবাই।……………..কি আর বলব,শুধু একটি কথাই মনে পড়ছে আমার ……………
………….ক্লান্তি আমায় ক্ষমা কর………… ।।।

সামসুল আরেফিন
১৫/০৫/২০১২