আমার প্রথম ব্লগ

সন্দীপন
Published : 14 May 2015, 05:03 AM
Updated : 14 May 2015, 05:03 AM

সবাইকে আমার প্রণাম। এটা আমার প্রথম প্রকাশ। আশা করি ভালো লাগবে।

আমার অনেক দিনের ইচ্চা ছিল অনলাইন এ কিছু লেখার। আজ অনেক অপেক্ষার পর এ সুযোগ টা পেলাম। খুব অানন্দিত আমি আজ, আর বাংলায় বল্গ লিখতে পারছি বলে মাতৃভাষার প্রতি অনেক শ্রদ্বাবোধ ও গর্ব বোধ করছি। আর তার কৃতিত্বটা দিতে হয় bdnews24.com কে।

ব্লগ লিখতে এসে যেমন আনন্দ পাচ্ছি তেমনি ভয় ও হচ্ছে, কারণ আজ প্রত্রিকা খুললে দেখা য়ায ব্লগার খুন আর না হয় গুম। যদি এমন অবস্থা চলতে থাকে তবে জাতি জ্ঞান শূণ্য হয়ে যাবে। আর মুক্ত চিন্তা ও মানুষ মত প্রকাশের অধিকার হারাবে।

আমি বইতে পড়েছি রাষ্ট্রের জন্য জনগণ নয় বরং জনগণের জন্য রাষ্ট্র। আর যে রাষ্ট্রে মুক্ত চিন্তার মানুষই থাকবে না তবে, সে রাষ্ট্রাই বা কার জন্য।

তাই সরকার ও সকল জনগণের প্রতি অনুরোধ মুক্ত চিন্তার মানুষদের বাচাঁতে এগিয়ে আসুন।

সবাইকে ধন্যবাদ
ভালো লাগলে দোয়া করবেন।