হাঁটবো ৫০ কিলোমিটার

সানজাদুল ইসলাম সাফা
Published : 31 Oct 2014, 05:06 PM
Updated : 31 Oct 2014, 05:06 PM

ভ্রমণ করতে ভালো সবার লাগে। একেক জনের পদ্ধতি একেক রকম। কারো ট্রেকিং বা কারো আরামদায়ক ভ্রমণ। আমাদের যাদের বান্দারবানের দুর্গম পার্বত্য অঞ্চলে ট্রেকিং করতে পছন্দ করি তাদের প্রয়োজন ফিটনেস।

তাই এবার অ্যাডভেঞ্চার ভ্রমণের আগে ভ্রমণ বন্ধুদের নিয়ে আয়োজন করতে যাচ্ছি ৫০ কিলোমিটার হাঁটার এক নতুন অভিজ্ঞতার অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে। যারা হাঁটতে পারেন এবং চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক তারা যোগ দিতে পারেন।

শ্যামলী হলের সামনে থেকে সকাল ৬ টায় রওনা দিয়ে দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা বাজারে দুপুরের খাবার গ্রহণ করবো। শ্যামলী থেকে সিঙ্গাইর বাজারের দূরত্ব ২৫ কিমি। আমারা আবার সন্ধার মধ্যে ২৫ কিমি পুনরায় ফিরে এসে মোট ৫০ কিমি সম্পূর্ণ করবো।

ভবিষ্যতে কক্সবাজার- টেকনাফ পর্যন্ত হাঁটার ও পার্বত্য অঞ্চলে যারা নতুন যেতে চান তাদের প্রস্তুতি হিসেবে ৫০ কি.মি. একটি সুযোগ।

ভ্রমণের তারিখঃ ৬ নভেম্বর বৃহস্পতিবার।

সময়ঃ সকাল ৬টা – সন্ধ্যা ৬টা

ভ্রমণ রুটঃ শ্যামলী – সিঙ্গাইর বাজার  – শ্যামলী।

নিবন্ধনের পর শারিরিকভাবে নির্বাচিতদের শুধুমাত্র নেয়া হবে।