গ্রামীনের ইন্টারনেট ফাঁদে লক্ষ লক্ষ জিমেইল এবং ব্লগস্পট ব্যবহারকারি

সানা উল্লাহ সানু
Published : 16 August 2012, 11:48 AM
Updated : 16 August 2012, 11:48 AM

গত ১ সপ্তাহের বেশি সময় ধরে দেশের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী যারা গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহার করছেন, তারা বিশ্ব বিখ্যাত গুগলের কোন সেবাই গ্রহন করতে পারছেন।গুগলের সকল সেবার মধ্যে অন্যতম সেবা জিমেইল এবং ব্লগার। গত ৮ আগষ্ট রাত ১২টা থেকে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার গ্রামীন ইন্টারনেট ব্যবহারকারীগন এরপর পর্যায় ক্রমে পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ গ্রামীন ফোনের ইন্টারনেট ব্যবহারকারীরা জিমেইল এবং ব্লগার ব্যবহার করতে পারছেন না। প্রথমে অনেক মেইল ব্যবহারকারীরা বিষয়টি গুগলের সমস্যা হিসেবে দেখলে ও গত ১০ আগষ্ট স্থানীয় অনলাইন পত্রিকা লক্ষ্মীপুর টুয়েন্টিফোর ডট কমের (www.lakshmipur24.com) এক জরিপে দেখা যায় যে, যে সকল ব্যবহারকারী বাংলা লায়ন, বাংলালিংক, সিটিসেল, রবি, টেলিটক এবং এয়ারটেল ইন্টারনেট ব্যবহার করছে তারা জিমেইল সেন্ড বা ভিউ বা ডাউনলোড করতে কোন সমস্যা পড়ছেন না। কিন্তু পক্ষান্তরে যে সকল ব্যবহারকারী গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহার করছে তারা গুগলের কোন সেবাই বিশেষ করে জিমেইল ভিউ বা ডাউনলোড করতে পারছেন না এমন কি কোন গুগলের জনপ্রিয় সেবা কোন ব্লগসাইট অপারেট বা ব্যবহার করতে পারছেন না। গ্রামীনের ইন্টানেটের কারণে লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী গুগলের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমনটি নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার লক্ষ্মীপুর টুয়েন্টিফোর ডট কমের পক্ষ থেকে গ্রামীণের ইন্টারনেট ডিভিশনে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করে বলেন, গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলের জনপ্রিয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমনটি তারা অবগত তবে বিষয়টি তারা সমাধানের চেষ্টা করছেন।কিন্তু কমলনগর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের রামগতি ও কমলনগর প্রতিনিধি যিনি জিমেইল এবং গ্রামীন ইন্টারনেট ব্যবহারকারী তিনি লক্ষ্মীপুর টুয়েন্টিফোর ডট কমকে জানান, সন্ধ্যার দিকে তিনি গ্রামীনের ইন্টারনেট ডিভিশনে বিষয়টি নিয়ে কথা বললে তারা তাকে গুগলের সমস্যা বলে বিষয়টি এড়িয়ে যান।

এ দিকে লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীরা গ্রামীন ফোন ইন্টারনেট ব্যবহার করে জিমেইল এবং গুগলের ব্লগসাইট ব্যবহার করতে না পারায় অনেকে গ্রামীন ফোনের উপর ক্ষুব্ধ।অন্যদিকে সাংবাদিক এবং দেশ ব্যাপী হাজার হাজার টেলিকম ব্যবসায়ী গ্রামীনে এমন সেবার কারণে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অনেকে অভিযোগ করেন।

***
প্রকাশিত হয়েছে: http://www.lakshmipur24.com