ফটো স্টোরি: বন্যায় ডুবুডুবু তাহিরপুর উপজেলার গ্রাম

সারোয়ার ইবনে গিয়াস
Published : 23 July 2020, 11:05 AM
Updated : 23 July 2020, 11:05 AM

ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দফায় দফায় বন্যা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুরে। গত ১২ জুলাই এই উপজেলায় থৈ থৈ জলে ডুবতে থাকা গ্রামগুলো নিজ চোখে দেখলাম। নৌকায় চড়ে দেখেছি ঘরে পানি উঠছে; জনজীবন এখন ভাসমান।

টিনের বাড়িটির অর্ধেকেই ডুবে গেছে। ডুবেছে এর আসেপাশের ঘরগুলোও। চারিদিকে শুধু পানি আর পানি।

ঢলের পানির তোড়ে মাটি নরম হয়ে এসেছে। তাতেই মনে হয় হেলে পড়েছে বিদ্যুতের এই খুঁটি। এতে বাড়ছে ঝুঁকিও।

এই দোকানের সামনে বেঞ্চ পেতে চা-বিস্কুট খেতে খেতে গল্প-গুজব চলতো কিছুদিন আগে। বন্যায় দোকান টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়েছে।  বিক্রেতা তবুও দোকান খুলে আছেন বিক্রির আশায়।

গোয়াল ঘরেও হয়তো পানি ঢুকে যাবে। মাঠে চড়ে ঘাস খাওয়ার উপায় নেই। কোনোমতে গোয়ালে রয়েছে গরুটি; খাওয়ার জন্য কিছু ঘাসও রয়েছে।

এখনো বাড়িটি ততটা ডুবে যাযনি। তবে এলাকাটা তলিয়ে গেছে পানিতে।  

পানির স্রোতই চোখে পড়ে। আর চোখে পড়ে ডুবে যাওয়া গ্রাম।