আমরা স্টিভ জবসের জন্য মর্মাহত

সপ্নকল্পন
Published : 6 Oct 2011, 05:13 AM
Updated : 6 Oct 2011, 05:13 AM

এপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস আর নেই। কোটি কোটি তরুনদেরকে ক্যারিয়ার নিয়ে কিভাবে যুদ্ধ করতে হয় তা শিখিয়ে গেছেন এই প্রযুক্তিনেতা। ক্যান্সারে আক্রান্ত জবস গত বুধবার ৫৬ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় মারা যান। এপলের কর্মী, গ্রাহক গভীরভাবে শোকাহত। এপল তাদের ওয়েবসাইটে গভীর শোক প্রকাশ করে বাণী দিয়েছে।


[স্টিভ জবস স্মরণে এ্যাপলের ওয়েব সাইট]


[এ্যাপলের শোকবার্তা]

মাইক্রোসফটের বিল গেটস শোক প্রকাশ করে বলেছেন,

বিশ্ব এমন একজনকে হারাল যার অভাব যুগের পর যুগ অনুভব করবে। যারা তার সাথে কাজ করতে পেরে গর্ব অনুভব করছে আমি তার মধ্যে একজন।

গত আগষ্টে তিনি এপলের সিইও পদ থেকে নিজেকে সরিয়ে নেন সাস্থ্যগত সমস্যার কারনে।

httpv://www.youtube.com/watch?v=Ft3oPgsCFbA

[এবিসি নিউজ.কমের প্রতিবেদন]

আমরা স্টিভ জবসের জন্য খুবই মর্মাহত, শোকাহত। তিনি আমাদেরকে বিশেষ করে তরুনদেরকে শিখিয়ে গেছেন কিভাবে ক্যারিয়ার নিয়ে যুদ্ধ করতে হয়। আমরা তার জীবন থেকে অনেক কিছু শিখেছি যা তার অভাবকে অনুভুত করবে।