নতুন সংগঠন নাগরিক আন্দোলন: নতুন আশা

সপ্নকল্পন
Published : 28 Nov 2011, 04:04 PM
Updated : 28 Nov 2011, 04:04 PM

দেশের গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এর আহ্বায়ক হয়েছেন ব্যারিস্টার রফিক উল হক এবং মাহমুদুর রহমান মান্না সদস্য সচিব।
আমার কাছে মনে হয়েছে দেশের জন্য খুবই বড় একটি সংবাদ। দুই দলের মোকাবেলা বা গাইডলাইন দেয়ার করার জন্য একটি শক্তিশালী সংগঠন দরকার ছিল। এই সংগঠনের মাধ্যমে আশা করছি পুরন হবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে তারা আসলেই সফল হন কিনা। এই দলের কার্যক্রম ও এখনো যানা যায়নি। পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

যাদের নাম দেখে এই সংগঠনের প্রতি আশাবাদী হয়েছি তারা সবাই এদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ। জেনে নিই কারা কারা আছেন

১। কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ
২। সাংবাদিক নূরুল কবীর
৩। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাহদীন মালিক
৪। অভিনেতা ইলিয়াস কাঞ্চন
৪। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ
৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম
৬। সাবেক সংসদ সদস্য এস এম আকরাম
৭। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী গৌতম দেওয়ান
৮। শিল্পী মাহমুদুজ্জামান বাবু
৯। স্থপতি মোবাশ্বের হোসেন
১০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফুল্লা ভূঁইয়া
১২। বিভূরঞ্জন সরকার
১৩। পিয়াস করিম
১৪। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিলারা চৌধুরী
১৫। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন