শেষ চাওয়া তোমার প্রতি

শশাগ্ক কুমার প্রামানিক
Published : 10 Dec 2012, 07:58 PM
Updated : 10 Dec 2012, 07:58 PM

বিশ্বজিৎ, অনেক ভালো থেকো তুমি, এই দেশের এই ডাস্টবিনের রাজনীতি নামের আবর্জনা গুলো বাতাসে উড়ে আমাদেরকেও করবে নোংরা…. তুমি বেঁচে গেলে অপবিত্র হওয়ার থেকে.. তার চেয়ে ওই ময়লার থেকে সৃষ্টি হরতাল নামক ব্যাধির কামরে কম কষ্টে মরে বেঁচে থাকায় ভালো… জানি তুমি অনেক যন্ত্রণা সয়েছ… হয়তো আমি ওখানে নেই্‌ ,তোমার ওই অবস্থানে, তাই যন্ত্রণাটাকে কম বলছি… এই হরতাল নামের রোগকে ঔষধ দেওয়ার মত ডাক্তার এখনো জন্মায় নাই.. তার আগেই তুমি গেলে শান্তির রাজ্যে… কথাই বলে "কষ্ট করলে কেষ্ট মেলে।" তোমাকে শেষ পর্যন্ত কেষ্ট দর্শন করিয়ে ছাড়ল।। সনাতন ধর্মের হয়ে যখন জন্মেছিলে, আবার হইত আসতে হবে এই জগতে, যদি পার তবে না আসার চেষ্টাই করো..।না হলে আবার হইত এই ব্যাধির আঘাতে ঘায়েল হতে হবে…। ভাল থেকো তুমি …। ভাল থেকো।।