কৃষি ঐতিহ্য অনুসন্ধান ও সংরক্ষণ সমিতি

বিপ্লবী
Published : 16 July 2012, 04:21 PM
Updated : 16 July 2012, 04:21 PM

কৃষি ঐতিহ্য অনুসন্ধান ও সংরক্ষণ সমিতি
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

কোটি বছর আগে বর্বর মানুষ চাষ-আবাদের মধ্যদিয়ে সভ্য হতে শেখে, পত্তন ঘটে কৃষি সভ্যতার, বিকশিত হয় কৃষি শিল্প ও সংস্কৃতির; আজ যান্ত্রিক সভ্যতার কবলে কৃষি সভ্যতা বিলুপ্তপ্রায় আর পত্তন ঘটেছে কৃষি ইতিহাস ও ঐতিহ্যের। আর শেকড়ের সন্ধানে গঠিত "কৃষি ঐতিহ্য অনুসন্ধান ও সংরক্ষণ সমিতি" (Agri. Heritage Explore & Conservation Association) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়।

কৃ্ষি জাদুঘর, কৃ্ষিবিদ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাদুঘর ভিত্তি গড়ার মানসে বাংলার কৃষি তাত্ত্বিক শিল্প-সংস্কৃতি এবং ইতিহাস -ঐতিহ্য অনুসন্ধান, পঠন-পাঠন, চর্চা, সংরক্ষণ ও প্রদর্শন ইত্যাদির লক্ষ্য ও উদ্দেশ্যে সমিতি নিরলস ভাবে কাজ করে যাছে।