দণ্ডিত ব্যক্তির শেষ ইচ্ছা

বিপ্লবী
Published : 12 April 2015, 06:07 PM
Updated : 12 April 2015, 06:07 PM


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন,সারাজীবন দেখেছি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করা হয়। কামারুজ্জামানের শেষ ইচ্ছা ছিল শুক্রবারে যেন তাকে ফাঁসিতে ঝুলানো হয় কিন্তু এই সরকার তার শেষ ইচ্ছাটাও পূরণ হতে দেয়নি।

আর তার এই বক্তব্যর প্রতিক্রিয়া জানিয়ে রাজপথ২৪ ডটকমে কলাম লিখেছেন এম এম রানা। 'আমি ব্যক্তিগত ভাবে তাকে শ্রদ্ধা করি। তবুও তাঁর এই বক্তব্যর সাথে একমত নই। কামারুজ্জামানের শেষ ইচ্ছা ছিল শুক্রবারে যেন তাকে ফাঁসিতে ঝুলানো হয় ও তার গোসল না করিয়ে পরিবারের কাছে মৃতদেহ দেয়া হয়। অর্থাৎ তিনি শহীদের মর্যাদা চান।
তার শেষ ইচ্ছা পূরণ করা মানে বিচার ও আদালতের কোন মূল্য থাকে না। যিনি গণহত্যার দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত, তাকে শুক্রবারের মত পবিত্রদিনে ফাঁসিতে ঝুলানো মানে গণহত্যার শিকার নিরীহ মানুষ ও তাদের পরিবারের সাথে তামাশা ছাড়া কিছু নয়।
তিনি বলেছেন, তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতা করেন না, তবে নিছক সরকারের বিরোধিতার জন্য যদি বলে থাকেন, তবে তা দু:খজনক।'

আমরা এম এম রানাকে ধন্যবাদ জানাই তার এই প্রতিক্রিয়া জানানোর জন্য।