গতকালের শ্বাসরুদ্ধকর ঘাম ঝরানো ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ মূল্যবান চার চারটি উইকেট শিকারী শফিউলকে বাদ দিয়ে তামিম ইকবালকে কেন করা হলো- আপনারা কেউ কি আমাকে একটু বুঝিয়ে বলবেন?
—————————-
ছবিঃ বিডিনিউজ২৪.কম
ক্যাটেগরিঃ খেলাধূলা, ফিচার পোস্ট আর্কাইভ
গতকালের শ্বাসরুদ্ধকর ঘাম ঝরানো ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ মূল্যবান চার চারটি উইকেট শিকারী শফিউলকে বাদ দিয়ে তামিম ইকবালকে কেন করা হলো- আপনারা কেউ কি আমাকে একটু বুঝিয়ে বলবেন?
—————————-
ছবিঃ বিডিনিউজ২৪.কম
কৌশিক আহমেদ বলেছেনঃ
এটা একটা পরিষ্কার ষড়যন্ত্র। নিশ্চয়ই এতে ইন্ডিয়ার হাত আছে।
বাসন্ত বিষুব বলেছেনঃ
কথায় আছে, ধারে কাটে আবার ভারেয় কাটে। তামিমের বেলায় ভারে কেটেছে। তবে প্রথম দিকে সে খুব ভাল ব্যাট করেছে। আর তার ক্যাচটায় দারুণ ছিল।
shiblo বলেছেনঃ
amader pottasha selo SHOFIUL man of the match pave. Usit selo.
ওয়েব রুলার বলেছেনঃ
অনেক টক শো তে এই প্রশ্ন করেছে অনেক দর্শক. কিন্তু অতিথি রা কোনো ভালো উত্তর দিতে পারে নাই. এটা মিলিয়ন ডলার এর প্রশ্ন।