এ কোন বাংলাদেশ!

সৌরভ মৃধা
Published : 6 May 2012, 05:04 PM
Updated : 6 May 2012, 05:04 PM

এত দিন তেমন অনুভব করিনি কিন্তু যখনই আজকের পেপারে একটা কলাম পড়লাম। যা আমাকে খুবই বেদনাদায়ক করল। এতটুকু একটা মেয়ে যে কিনা বাবার চলে যাওয়ার দুঃখে,কষ্টে আজ দিশেহারা। আজ হিলারী ক্লিনটনকে নিজ হাতে চিঠি দিয়েছে। এতটুকু একটা মেয়ের মুখ দেখে কি কারো (হাসিনা ম্যাডাম) মনে একটু কষ্ট অনুভব হয় না? একটা কথা ভাবি কোন দেশে বেঁচে আছি ? মানুষ নিখোঁজ হয়ে যায়,কিন্তু তার খোঁজ নাই ।একটা অবোধ শিশু তার বাবার জন্য কান্না করছে। আর জনগনের সরকার চুপচাপ। অবাক লাগে দেখতে,ভাবতে।

যে দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, কিন্তু সেই দেশে কিনা অহরহ হারিয়ে যাচ্ছে।সেটা সরকারের দেখার বিষয় না। বিষয় হল কোন কোম্পানী বেকার সমস্যা দূর করছে,তাদের থেকে চান্দা নেয়া।

শয়তান নিপাত যাক। সুন্দর দেশ হোক। সবাই ভালো থাকেন।