খালেদার হুঙ্কার
ভোট দে নইলে অবরোধে- হরতালে দেশ অচল করে দিব
ভোট দে নইলে পেট্রল বোমায় দেশ জ্বালিয়ে দিব
ভোট দে নইলে পূর্ণিমার মতো হাজার নারীর ইজ্জৎ কেরে নিব
ভোট দে নইলে ধর্মীয় উম্মাদনায় দেশটাকে তালেবান বানাবো
ভোট দে নইলে হেফাজত- জামাতকে দিয়ে দেশে গৃহযুদ্ধ বাধিয়ে দিব
ভোট দে নইলে প্রোপাগান্ডায় আর মিথ্যাচারে তরুণ প্রজন্মের মাথা চিবিয়ে খাব
ভোট দে নইলে বাংলাদেশের মানচিত্র পৃথিবী থেকে মুছে দিব
ভোট দে নইলে…………….
এবং আমার বিনীত অনুরোধ…
মুক্তি, মুক্তিযুদ্ধ, মানবতা, মুক্তচিন্তা, এই শব্দ গুলোর মধ্যে এক ধরনের শক্তি আছে। যা মানুষকে জাগ্রত করে। সামনে এগিয়ে নিয়ে যায়।আসুন আগামীকালের সিটি নির্বাচনে মুক্তিযুদ্ধের শক্তিকে বুকে ধারন করে আমরা এমন এক মেয়রকে নির্বাচিত করি। যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে, আধুনিক ও অসম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গি নিয়ে, একটি সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও পারিবেশ বান্ধবঢাকা’র জন্য সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
এবং
আগামীকালেরসিটি নির্বাচনে দয়া করে মুক্তিযুদ্ধ-বিরোধী পক্ষ ও জঙ্গিবাদ জামাত-বিএনপি জোট এবং হেফাজত সমর্থিত প্রার্থীদের ভোট না দিয়ে রাজনৈতিক এবং সামাজিক ভাবে বয়কট করুন।
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।