জীবন এবং উপলব্ধি

সাইদ
Published : 6 Dec 2017, 05:03 AM
Updated : 6 Dec 2017, 05:03 AM

সবার সাথে মায়া-মমতায় জড়াজড়ি করে বা হাতেহাত ধরে বেঁচে থাকাটা জীবনের একটা অংশ মাত্র। জীবনেকে ভালভাবে উপলব্ধি করতে আপনজন কাছ থেকে খানিকটা হলেও একটু ব্যবধান বা দূরত্ব বজায় রাখা উচিত। যা একে অন্যকে চিনতে বা বুঝতে সাহায্য করে। তাছাড়া এই দূরত্বে আপনজনের কাছে 'আমার প্রয়োজনীয়তা বা অভাব' অনুভব করা যায়। একঘেয়েমি দূর হয়ে জীবন হয়ে উঠে উপভোগ্য।

জীবনের প্রতিটি মুহূর্তকে স্পর্শ বা অনুভব করাটাই জীবন। কারণ জীবনে কোন রিউইন্ডস (rewinds) বা  ব্যাক টু দ্য বিগিনিং (back to the beginning) নাই। তাই আমাদের উচিত অতিরিক্ত স্মৃতি মন্থন বা আগামীর আশায় বসে না থেকে আজকের দিনটাতে ভাল থাকা।

প্রত্যেকের কাছেই তার নিজের সত্ত্বা বা আমিত্বর মূল্য অপরিসীম। এই 'আমিত্বকে' বিসর্জন দেয়া মানেই নিজের মন-মননের মৃত্যু। আমাদের সবার উচিত, ভাল থাকার/নিজের সত্ত্বাকে বাচিয়ে রাখার জন্য নিজের একটি জগত (কল্পনায় হলেও) তৈরী করা। যে জগতে আমি থাকব আমার মতো। যে জগত হবে আমার পছন্দের জগত, আমার বেঁচে থাকার শেষ ঠিকানা।