বৃষ্টিবিন্দু আর জলের খেলা…

এহসানুল করিম
Published : 31 July 2012, 05:11 PM
Updated : 31 July 2012, 05:11 PM

এক.
আজ বিকেল বেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তারপরে শ্রাবণ মাসের আকাশের বর্ণিল মেঘের পর্দা সরিয়ে মায়াময় রোদ উকি দিচ্ছিল সবুজ পাতায় পাতায়। সেই পাতায় পাতায় রোদের মায়া উপভোগ করছে শ্রবাণের বৃষ্টিবিন্দু।

দুই.
জলের বুকে খেলা করে বৃষ্টির জল…

তিন.
আজ বিকেল বেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তারপরে শ্রাবণ মাসের আকাশের বর্ণিল মেঘের পর্দা সরিয়ে মায়াময় রোদ উকি দিচ্ছিল সবুজ পাতায় পাতায়। সেই পাতায় পাতায় রোদের মায়া উপভোগ করছে শ্রবাণের বৃষ্টিবিন্দু।